কলকাতা, 25 ফেব্রুয়ারি : সংবিধান না মেনে হিংসা পাকানোর চেষ্টা করছে কেন্দ্র ৷ জাফরাবাদে চলতে থাকা অশান্তি নিয়ে একথাই বলছে রাজ্যের বাম-কংগ্রেস শিবির ৷ গত দুদিন ধরে চলতে থাকা বিক্ষোভে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন 13 জন ৷ জখম হয়েছেন কমপক্ষে 130 জন ৷
কেন্দ্রীয় সরকারের পুলিশ নিজেরাই হিংসার সঙ্গে জড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ তোলেন CPI(M) নেতা অশোক ভট্টাচার্য ৷ বলেন, "সারা দেশে যেখানে যেখানে BJP -র সরকার রয়েছে, সেখানে সেখানে হিংসার রাজনীতি চলছে । বিদ্বেষের রাজনীতি চলছে । ধর্মীয় মেরুকরণ চলছে । একদল মানুষ অন্য একদল মানুকে আক্রমণ করছে৷"
একই কথা বলছেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানও । বলেন, "সংবিধানকে ধ্বংস করে ভেদাভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে ৷" আর এই ঘটনার জন্য তিনি সরাসরি দায়ি করেছেন কেন্দ্রীয় সরকারকে ৷ প্রশাসনকে হিংসার কাজে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন ৷