কলকাতা, 9 সেপ্টেম্বর: নতুন শিক্ষানীতি প্রকাশ করল রাজ্য সরকার । জাতীয় শিক্ষানীতিকে হুবহু না-মেনেই প্রকাশিত হয়েছে নয়া শিক্ষানীতি ৷ শনিবার সেই শিক্ষানীতির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষা দফতরের পোর্টালে । ওয়াকিবহাল মহল মনে করছে, 178 পাতার নতুন এই শিক্ষানীতি 2035 সালের মধ্যে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে । স্কুল-কলেজ, এমনকী শিক্ষকদের ক্ষেত্রেও বেশ কিছু নতুনত্ব আসছে এই শিক্ষানীতির মাধ্যমে ।
রাজ্যের তৈরি এই শিক্ষানীতিতে বলা হয়েছে, একবছরের প্রি-প্রাইমারি ক্লাস এবং চার বছরের প্রাথমিক ক্লাস হবে । তারপর পঞ্চম থেকে দশম শ্রেণির পর হবে মাধ্যমিক পরীক্ষা । তারপরে একাদশ ও দ্বাদশ শ্রেণির পর হবে উচ্চমাধ্যমিক । সেমেস্টার পদ্ধতিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা । সম্পূর্ণ পরীক্ষা হবে এমসিকিউ ফর্ম্যাটে । 2024 সালে নাম অন্তর্ভুক্ত হওয়া শিক্ষার্থীরা নতুন এই শিক্ষানীতির আওতায় পড়বেন ।
নয়া শিক্ষানীতি জারি রাজ্য সরকারের সেমিস্টার পদ্ধতিতে তাদের ফলপ্রকাশ হবে 2026 সালে । শিক্ষানীতিতে বলা হয়েছে ত্রি-ভাষার কথাও । মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে । এছাড়াও বাংলা এবং ইংরেজি পড়তেই হবে । এছাড়াও তৃতীয় ভাষা নিতে পারবে পড়ুয়ারা । পাশাপাশি প্রত্যেকের ইউনিক আইডেন্টিটি কার্ড তৈরি করা হবে । সেখানে থাকবে মেমরি চিপ । তাতে নথিভুক্ত থাকবে তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির সমস্ত রেকর্ড ।
একেবারে শুরুর পড়াশোনার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একাধিক দফতর মিলিয়ে তৈরি হবে একটি সমন্বয় কমিটি । পাশাপাশি প্রত্যেক স্কুলে এবার থেকে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’ও আয়োজন করা হবে । উচ্চমাধ্যমিক শেষে স্কুলের গণ্ডি পেরনোর পরই শুরু হয় কলেজ জীবন । সেক্ষেত্রে পড়ুয়াদের সুবিধার্ধে স্কুলগুলির সঙ্গে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের সমন্বয় তৈরির কথাও বলা হয়েছে । পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীদের কাছ থেকে অনুদানের নীতি নির্ধারণ করার দিকেও জোর দেওয়া হয়েছে রাজ্যের শিক্ষানীতিতে ।
আরও পড়ুন: সামনের বছর অনেকটা এগিয়ে আসছে উচ্চমাধ্যমিক, বদলাচ্ছে পরীক্ষার সময়ও; দেখে নিন রুটিন