পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেশজোড়া ধর্মঘটে অংশ নিচ্ছে না বাংলার রেশন ডিলাররা, চালু থাকবে পিএমজিকেএওয়াই পরিষেবা

Ration Dealers Strike: দেশজোড়া ধর্মঘটে অংশগ্রহণ করছেন না বাংলার রেশন ডিলার-রা ৷ চালু থাকবে পিএমজিকেএওয়াই পরিষেবা ৷ চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিনামূল্যের রেশন সামগ্রী চালু করার বিষয়টি ঘোষণা করেছিলেন ৷

ETV Bharat
পশ্চিমবঙ্গ এমআর ডিলার রেশন অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৈঠক

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 1:42 PM IST

ভারতব্যাপী রেশন ধর্মঘটে অংশ নিচ্ছে না বাংলার রেশন ডিলাররা

কলকাতা, 28 নভেম্বর: নানা দাবিদাওয়া পূরণে আগামী পয়লা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালীন রেশন পরিষেবা বন্ধের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন ৷ কিন্তু সেই ধর্মঘটে অংশগ্রহণ করছেন না রাজ্যের 80 শতাংশেরও বেশি রেশন ডিলাররা ৷ বরং, বাংলার সাধারণ মানুষের স্বার্থে পয়লা জানুয়ারি থেকে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিন ও সময়ে রেশন দোকান খোলা রাখা হবে ৷ গ্রাহক পরিষেবায় বরাদ্দকৃত রেশন সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন এই রেশন ডিলাররা ৷

তাঁদের যুক্তি, সর্বভারতীয় রেশন ডিলার সংগঠন যে দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে, পশ্চিমবঙ্গের অধিকাংশ রেশন ডিলারদের ক্ষেত্রে তা পূরণ হয়েছে ৷ তবে এরপরেও যে দাবি-দাওয়াগুলি রয়েছে, সেগুলি ইতিমধ্যে রাজ্যের বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষের কাছে জানানো হয়েছে ৷

এদিকে, গত 23 নভেম্বর কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ তাতে জানানো হয়েছে, ডিসেম্বরের পর থেকেও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ চালু থাকবে ৷ পরেবর্তী নোটিফিকেশন না-দেওয়া পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে ৷

চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিনামূল্যের রেশন সামগ্রী চালু করার বিষয়টি ঘোষণা করেছিলেন ৷ এই দুই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাজী হাসান উল্লাহ লস্কর বলেন, "রাজ্যের কুড়ি হাজারেরও বেশি রেশন ডিলারদের মধ্যে 18 হাজার 765 জন আমাদের সংগঠনে আছেন ৷ বাকি 1 হাজার 500-2 হাজার রেশন ডিলার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সঙ্গে যুক্ত রয়েছেন ৷ তাঁরা অনির্দিষ্টকালের জন্য সারা ভারতব্যাপী রেশন দোকান বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন ৷ তবে আমরা ওই ধর্মঘটে অংশগ্রহণ করছি না ৷"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার যে টাকা রেশন ডিলারদের প্রাপ্য, তা আমাদের সংগঠনের সদস্যরা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন ৷ ফলে আমরা ধর্মঘটে অংশগ্রহণ করছি না ৷ এর বাইরে যে দাবি দেওয়া আছে তাই ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে পেশ করা হয়েছে ৷ একইভাবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার নতুন নোটিফিকেশন হয়েছে সেই বরাদ্দকৃত রেশন সামগ্রী ও আমরা সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে দেব, রাজ্য সরকারের চালু করা দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে ৷"

আরও পড়ুন:

  1. ভুয়ো রেশন কার্ডে ছয়লাপ, চলতি বছরে মালদায় বাতিল 13 হাজার
  2. দুর্নীতি মুক্ত রেশন বন্টন চাই, দাবিতে 1 ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি ডিলারদের
  3. জ্যোতিপ্রিয়র ডেরায় সুকান্ত, ব্যবসায়ীদের থেকে 'তোলা' নিলে নেতাদের গাছের সঙ্গে বেঁধে রাখার নিদান!

ABOUT THE AUTHOR

...view details