কলকাতা, 19 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে ৷ আজও দৈনিক সংক্রমণ দুই লাখের উপরে ৷ রাজ্যেও নতুন করে দাঁত-নখ বের করতে শুরু করেছে করোনা ৷ এই পরিস্থিতিতে আজ জরুরিকালীন বৈঠক সারলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরও বেশ কিছু কোয়ারান্টিন সেন্টার ও সেফ হোম তৈরি করা হবে রাজ্যে ৷
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী, রাজ্যসভার সাংসদ চিকিৎসক শান্তনু সেন ও দফতরের পদস্থ আধিকারিকরা ৷ করোনার দ্বিতীয় ঢেউ থেকে রাজ্যকে আগলে রাখতে কী কী পদক্ষেপ করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে ৷
আলিপুরের উত্তীর্ণ ভবনেও 500 শয্যার সেফ হোম তৈরির চিন্তাভাবনাও করছে রাজ্য প্রশাসন ৷ এছাড়াও, কিশোরভারতী স্টেডিয়ামে 500 শয্যাবিশিষ্ট, আনন্দপুরে 700 শয্যাবিশিষ্ট ও গীতাঞ্জলি স্টেডিয়ামে 200 শয্যার সেফ হোম তৈরির পরিকল্পনা করছে রাজ্য ৷ মাথায় রাখা হচ্ছে রাজারহাটকেও ৷ সবমিলিয়ে প্রায় 2 হাজার বেডের সেফ হোম তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য প্রশাসনের ৷