কলকাতা, 14 জানুয়ারি : মকর সংক্রান্তির স্নান উপলক্ষে উপচে পড়া ভিড় সাগরদ্বীপে ৷ প্রশাসনের নির্দেশিকা উপেক্ষা করে মানুষের ঢল গঙ্গাসাগরের পূণ্যস্নানে ৷ এরই মধ্যে মকর সংক্রান্তির আবহাওয়া মেঘলা ও বৃষ্টি ভেজা (West Bengal Makarsankranti Weather Forecast) ৷ ইতিমধ্যে ভোরের দিকে হালকা বৃষ্টি হয়েছে। শুক্রবার রাতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি ৷
আজ শুক্রবার তাপমাত্রার পারদ সর্বোচ্চ 21 ডিগ্রি এবং সর্বনিম্ন 17 ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করবে ৷ আজ উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ পরেরদিকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে বলে জানানো হয়েছে ৷ বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ রাতের তাপমাত্রা আগামী 48 ঘণ্টায় খুব একটা পরিবর্তন হবে না (Rain Forecast in South Bengal) ৷ 48 ঘণ্টা পর রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি কমতে পারে ৷