- আট ঘণ্টা থেকে বাড়িয়ে 10, 12 ঘণ্টার শ্রমের প্রতিবাদে লকডাউনের পরই আন্দোলনের পথে যাবে বাম কর্মীরা আজ মে দিবসে জানালেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ।
লাইভ আপডেট : রাজ্যে লকডাউনের 38তম দিন - westbengal
westbengal
13:44 May 01
13:43 May 01
- রেশন বন্টনে স্বচ্ছতা ও খাদ্য সামগ্রীর গুনগত মান খতিয়ে দেখতে চারটি কমিটি গঠন করলো কোচবিহারের দিনহাটা মহকুমা প্রশাসন ।
13:42 May 01
- কোরোনা পরিস্থিতিতে রাজনীতি নয়, জনতার চৌকিদারি করছে BJP ভিডিয়ো বার্তায় জানালেন দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তা ৷
13:42 May 01
- কোচবিহার জেলার বিভিন্ন এলাকার মোট 71 জনের নমুনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানালেন জেলাশাসক পবন কাদিয়ান ৷
13:41 May 01
- কোরোনা আতঙ্ক; শিলিগুড়ি লাগুয়া ভারত-বাংলাদেশ সীমান্তে জওয়ানদের নিয়মিত হচ্ছে থার্মাল স্ক্রিনিং৷
13:40 May 01
- লকডাউনের জেরে বন্ধ অনলাইন ক্যাব এই পরিস্থিতিতে সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিলিগুড়ির অনলাইন ক্যাবের মালিক ও চালকেরা ।
13:40 May 01
- দুর্গাপুরে সুস্থ হলেন তিন কোরোনা রোগী ৷
13:39 May 01
- ভিন রাজ্যে আটকে পড়া মানুষদের নিয়ে রাজ্যে পৌঁছাল প্রথম বাস ৷
13:38 May 01
- কোরোনা নিয়ে ভুয়ো পোস্ট সোশাল মিডিয়ায়, অভিযুক্ত যুবককে হিলি থেকে গ্রেপ্তার করেছে বালুরঘাট সাইবার থানার পুলিশ ।
13:37 May 01
- লকডাউনের জেরে পূর্ব মেদিনীপুরের পটাশপুর দুই নম্বর ব্লকের মথুরা সদর স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা ব্যাহত, সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা ।
13:37 May 01
- বীরভূমে করোনা আক্রান্ত একই পরিবারের তিন সদস্য । ওই তিনজনের সোয়াবের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ এসেছে । আপাতত তাঁদের রামপুরহাট আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে ।
13:35 May 01
- কামারহাটির কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালের দুই কর্মী COVID-19-এ আক্রান্ত হওয়ায় আপাতত বন্ধ কমিউনিটি মেডিসিন বিভাগ এবং, রেডিওলজি বিভাগের কিছু পরিষেবা।
13:34 May 01
- কোনও হাসপাতাল থেকে রোগীদের ফেরানো যাবে না, পাশাপাশি কোরোনা নির্ণয়ে সরকারি অনুমতি লাগবে না জানালো স্বাস্থ্য দপ্তর
09:50 May 01
একনজরে রাজ্যের আজকের পরিস্থিতি
কলকাতা, 29 এপ্রিল : লকডাউন আজ 38 দিনে পড়ল । দিন যত এগিয়েছে ততই রাজ্যে জটিল হয়েছে কোরোনা পরিস্থিতি । কোরোনায় আক্রান্তদের অনেকে সুস্থ হলেও মানুষের আতঙ্ক কাটছে না । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?