আগরতলা, 11 অগস্ট : জোরদার লড়াই চলছে ত্রিপুরায় । যেন ঠান্ডা যুদ্ধ । ত্রিপুরায় তৃণমূলের (All India Trinamool Congress) 14 জন কর্মী গ্রেফতারের রেশ কাটতে না কাটতেই আবার গ্রেফতার 5 জন তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থক । তাঁদের ছাড়াতে বুধবার সকালে ত্রিপুরা পৌঁছালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) ।
যদিও এই তৃণমূল কর্মী এবং সমর্থকদের কী কারণে গ্রেফতার করা হয়েছে সে কথা স্পষ্টভাবে বলতে পারছেন না এই রাজ্যে তৃণমূল শীর্ষ নেতৃত্ব । তবে ত্রিপুরা থেকে যতটুকু খবর পাওয়া যাচ্ছে, গতকাল ত্রিপুরার আমবাসায় একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় । আর সে কারণেই গ্রেফতার করা হয় 5 জনকে । ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয়েছে । আপাতত এই তৃণমূল কর্মীরা জেল হেফাজতে রয়েছেন । দলের এই কর্মী-সমর্থকদের জেল থেকে ছাড়ানোর উদ্দেশ্যেই ত্রিপুরা পৌঁছেছেন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী ।
জয়া সহ যুব তৃণমূল নেতাদের গ্রেফতারের পর এভাবেই আগরতলা পৌঁছে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এবার সেই দায়িত্ব পড়েছে মলয় ঘটকের উপর । প্রসঙ্গত দেবাংশুরা যখন ত্রিপুরা গিয়েছিলেন সেই সময় তাঁরা যাঁর আশ্রয় ছিলেন, এবার সেই উত্তম কলুইকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ । এই ঘটনা মূলত তৃণমূল নেতাদের আশ্রয় দেওয়ার কারণে করা হয়েছে বলে দাবি তুলেছে সে রাজ্যের তৃণমূল । এখন দেখার মলয় ঘটক গিয়ে তাঁদের আদৌও জেল থেকে বার করতে পারেন কি না ।