কলকাতা, 17 জুলাই: করোনাকালে ডাক বিভাগে টাকা জমানোর নিরিখে দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ । তবে, স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে এই কৃতিত্ব অর্জন ৷ অধিক সঞ্চয়ের ক্ষেত্রে এগিয়ে নেই বাংলা। ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্প রয়েছে ৷ তাতে দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা জমা পড়েছে পশ্চিমবঙ্গে । তাও আবার 2021-11 আর্থিক বর্ষে । যখন সারা দেশে করোনার প্রকোপে সাধারণ মানুষের আয়ে ঘাটতি দেখা গিয়েছিল । সেই পরিস্থিতিতে স্বল্প সঞ্চয়ে মন দিয়েছিল বাংলা ৷
সূত্রের খবর, ভারতীয় ডাক বিভাগের 2021-22 অর্থবর্ষের তথ্য প্রকাশিত হয়েছে । তাতে প্রথম স্থানে থাকা পশ্চিমবঙ্গে 15 লক্ষ 3 হাজার 505.78 কোটি টাকা জমা পড়েছে । দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ । এ বিষ়য়ে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল বিধানচন্দ্র রায় বলেন, "এটাকে ডাক বিভাগের কর্মচারীদের সাফল্য । রাজ্যের মানুষও যে সঞ্চয় করতে আগ্রহী তার প্রমাণ । তাই আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছবে ডাক বিভাগের কর্মচারীরা।"