কলকাতা, 20 মে:প্রকাশিত হল হাই মাদ্রাসার ফলাফল । এই বছর মাদ্রাসার পাশের হার গত বছরের তুলনায় এক শতাংশ বেড়েছে । এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 35 হাজার 206 জন । পাশ করেছে 31 হাজার 14 জন । শতকরা হিসেবে পাশের হার 88.09 শতাংশ । হাই মাদ্রাসার পরীক্ষায় ছাত্রীদের টেক্কা দিয়েছে ছাত্ররা । হাই মাদ্রাসাতে প্রথম হয়েছে মুর্শিদাবাদের ছাত্র আশিক ইকবাল, তার প্রাপ্ত নম্বর 780 । দ্বিতীয় স্থানে রয়েছে ডোমকলের নাসিরউদ্দিন মোল্লা । তার প্রাপ্ত নম্বর 775 ৷ তৃতীয় স্থানে রয়েছে মালদার মহম্মদ মুক্তাদুর রহমান ৷ তার প্রাপ্ত নম্বর 774 ।
রাজ্যের মাদ্রাসা শিক্ষা বোর্ডের তরফে এদিন হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলপ্রকাশ করা হয় ৷ আলিমের ক্ষেত্রে এবছর পাশের হার 91.15 শতাংশ ৷ সেখানেও বাজিমাত করেছে ছাত্ররা । প্রথম স্থানে রয়েছে উত্তর 24 পরগনার মহঃ সুজাউদ্দিন লষ্কর ৷ তার প্রাপ্ত নম্বর 885 । দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনার করিমুল ইসলাম মণ্ডল এবং মুর্শিদাবাদের আবদুল হালিম, তাদের প্রাপ্ত নম্বর 843 । তৃতীয় স্থানে রয়েছেন মুর্শিদাবাদের আবদুর রহমান তার প্রাপ্ত নম্বর 839 ।