পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা পরিস্থিতি সামাল দিতে বেড বৃদ্ধির সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের - COVID-১৯

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ৷ প্রতিদিনই একের পর এক রেকর্ড ভাঙছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ অন্যদিকে আবার সরকারি হাসপাতালে পর্যাপ্ত বেডের সংকট ৷ এই পরিস্থিতি সামাল দিতে সরকারি ও বেসরকারি হাসপাতালে দ্রুত বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

Corona and kolkata
করোনা ও কলকাতা

By

Published : Apr 13, 2021, 8:04 AM IST

কলকাতা, 13 এপ্রিল : করোনার গ্রাফ উর্দ্ধমুখী ৷ গোটা দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে । এদিকে সরকারি হাসপাতালে পর্যাপ্ত বেড নেই ৷ এই অবস্থায় দ্রুত ওই হাসপাতালগুলিতে বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর ।

রাজ্য জুড়ে করোনার বাড়াবাড়ি কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের ৷ ইতিমধ্যে 100টি অতিরিক্ত বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে ৷ একই পথে হাঁটতে নির্দেশ দেওয়া হয়েছে অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে ৷

স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, কলকাতায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এম আর বাঙুর হাসপাতালের 441টি বেডের মধ্যে সবগুলি ভর্তি হয়ে গিয়েছে । চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট-এর রাজারহাটের হাসপাতালের 150টি বেডের মধ্যে সবগুলি ভর্তি হয়ে গিয়েছে । ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল হাসপাতালের 165টি বেডের মধ্যে কোনওটা খালি নেই । যে হারে করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়ছে, তাতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের 300টি এবং নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের 110টি বেডের সবগুলি দ্রুত ভর্তি হওয়ার পথে ।

আরও পড়ুন :করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেই হুগলির হাসপাতালে শয্যার অভাব, চিঠি মান্নানের

এই পরিস্থিতে বেলেঘাটা আইডি থেকে দু'জন বিদেশি স্ট্রেনে আক্রান্ত করোনা রোগীকে ছুটি দিয়ে দিয়েছে তাঁরা ৷ যদিও এখন ভালো আছে ওই রোগীরা ৷ নতুন করে আরও সাত জন ওই একই স্ট্রেনের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালে ৷

ABOUT THE AUTHOR

...view details