পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিয়রে করোনা, জরুরি নয় এমন অস্ত্রোপচার 15 দিন পিছিয়ে দিল স্বাস্থ্য দফতর - COVID 19 cases in West Bengal

করোনা রোগীদের চিকিৎসাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে । এক্ষেত্রে যে সমস্ত অস্ত্রোপচার কিছুদিন পরে হলে রোগীর জীবন সংশয় হবে না, সেগুলিকে পিছিয়ে দেওয়া হচ্ছে ।

Health and family welfare department
ছবি

By

Published : Apr 19, 2021, 11:08 PM IST

কলকাতা, 19 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে বাংলায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর । সোমবার বেসরকারি হাসপাতালের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হয় । ওই বৈঠক থেকে করোনা মোকাবিলায় একাধিক সিদ্ধান্ত হয়েছে, জরুরি নয় এমন অস্ত্রোপচার 21 এপ্রিল থেকে স্থগিত রাখা হবে 15 দিনের জন্য । গতবারের চেয়েও 25-30 শতাংশ বেড বাড়াতে হবে । হাসপাতালের বাইরে কোথাও ওপিডি-র প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর ।

উল্লেখ্য, করোনা ঝড়ে বাংলার পরিস্থিতি ক্রমেই ভয়ানক থেকে ভয়াবহ হচ্ছে । রোজই বেড়ে চলেছে সংক্রমণ । সোমবার স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 8 হাজার 426 জন । একদিনে রাজ্যে করোনার মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে । গত 24 ঘণ্টায় বাংলায় ভাইরাসে মৃত্যু হয়েছে 38 জনের ।

আরও পড়ুন : বেড সংকট, করোনা রোগীদের ভর্তি নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতরের নির্দেশ

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত বাংলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা 6 লাখ 68 হাজার 353 । এই মুহূর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা 53 হাজার 418 । গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 4 হাজার 608 জন । রাজ্যে করোনায় সুস্থতার হার 90.42 শতাংশ । কলকাতার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক । কলকাতায় মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা 14 হাজার 780 । এরপরই রয়েছে উত্তর 24 পরগনা । সেখানে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা 11 হাজার 617 ।

মূলত এই অবস্থায় করোনা রোগীদের চিকিৎসাকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে । এক্ষেত্রে যে সমস্ত অস্ত্রোপচার কিছুদিন পরে হলে রোগীর জীবন সংশয় হবে না, সেগুলিকে পিছিয়ে দেওয়া হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details