কলকাতা, 19 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে বাংলায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর । সোমবার বেসরকারি হাসপাতালের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হয় । ওই বৈঠক থেকে করোনা মোকাবিলায় একাধিক সিদ্ধান্ত হয়েছে, জরুরি নয় এমন অস্ত্রোপচার 21 এপ্রিল থেকে স্থগিত রাখা হবে 15 দিনের জন্য । গতবারের চেয়েও 25-30 শতাংশ বেড বাড়াতে হবে । হাসপাতালের বাইরে কোথাও ওপিডি-র প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর ।
উল্লেখ্য, করোনা ঝড়ে বাংলার পরিস্থিতি ক্রমেই ভয়ানক থেকে ভয়াবহ হচ্ছে । রোজই বেড়ে চলেছে সংক্রমণ । সোমবার স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 8 হাজার 426 জন । একদিনে রাজ্যে করোনার মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে । গত 24 ঘণ্টায় বাংলায় ভাইরাসে মৃত্যু হয়েছে 38 জনের ।