পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে ঢালাও কর্মসংস্থানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ সাংবাদিক বৈঠক করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে তিনি জানান, রাজ্যে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ আসছে । প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে । চাকরির সুযোগ বাড়বে ।

mamata
mamata

By

Published : Sep 23, 2020, 6:16 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর : ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা-ই প্রথম । আজ নবান্নে সাংবাদিক বৈঠকে একথা বলেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি ঢালাও কর্মসংস্থানের ঘোষণা করেন তিনি। জানান, রাজ্যে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ আসছে । মেদিনীপুর, দিঘা, বানতলাসহ বিভিন্ন জায়গায় বিনিয়োগ হচ্ছে । বিনিয়োগ আসছে চর্মশিল্পে । বানতলার চর্মনগরীতে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে । প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে । চাকরির সুযোগ বাড়বে ।

রাজ্যের অর্থনৈতিক অবস্থা এবং আগামী শিল্প প্রকল্পগুলি নিয়ে আজ কথা বলেন মুখ্যমন্ত্রী । বলেন, "অর্থনীতির একাধিক ক্ষেত্রে রাজ্য শীর্ষে । একইভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে আমরা প্রথম ।"

পরিবেশ বান্ধব প্রকল্পের উপর জোর দেওয়া হচ্ছে রাজ্যে । জার্মান বিনিয়োগে মেদিনীপুরে সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠছে বলে জানান মুখ্যমন্ত্রী । বলেন, সেখানেও বহু সংখ্যক মানুষ কাজ পাবেন । দিঘায় নতুন নতুন শিল্প তৈরি হচ্ছে । কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে সেখানে । প্রায় এক হাজার কোটি টাকা লগ্নি করছে জিও । দিঘার এই শিল্পগুলিতে কাজ পাবেন প্রচুর মানুষ ।

পর্যটন শিল্পেও গুরুত্ব দেবে রাজ্য । উত্তরবঙ্গে আফ্রিকান সাফারি তৈরি হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "আমাদের রাজ্যে সমুদ্র, পাহাড়, জঙ্গল সবই রয়েছে। পর্যটন ব্যবসার যথেষ্ট উন্নতি করা হচ্ছে ।" তবে মুখ্যমন্ত্রীর কর্মসংস্থানের ঘোষণাকে একুশের বিধানসভা নির্বাচনের জন্য গিমিক বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।

ABOUT THE AUTHOR

...view details