পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডেপুটেশনে না ছেড়ে 2 আইপিএসকে বদলি করল রাজ্য

কেন্দ্রীয় ডেপুটেশনে পোস্টিংয়ের জন্য ছাড়ার বদলে দুই আইপিএসকে বদলি করল রাজ্য । আজ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন ।

Nabanna news
ফাইল ছবি

By

Published : Dec 28, 2020, 9:38 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর : বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডায়মন্ড হারবার সফরের সময় কনভয়ের নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন 3 আইপিএস । তাঁদের ডেপুটেশন পোস্টিং দিয়েছিল কেন্দ্রীয় সরকার । এবার এই 3 আইপিএসকে কেন্দ্রীয় ডেপুটেশনের পোস্টিংয়ের জন্য না ছেড়ে বদলিতে পাঠাচ্ছে রাজ্য সরকার । এর মধ্যে আজ 2 আইপিএসকে বদলির বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ।

আইপিএস বদলি নিয়ে ফের কেন্দ্র - রাজ্য সংঘাত চরমে উঠতে চলেছে । বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ের নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন আইপিএস ভোলানাথ পাণ্ডে, রাজীব মিশ্র এবং প্রবীণ ত্রিপাঠী । আজ বিজ্ঞপ্তি জারি করে ডায়মন্ড হারবারের এসপি ভোলানাথ পাণ্ডেকে হোম গার্ডের এসপি পদে বদলি করল নবান্ন । একই রকমভাবে দক্ষিণবঙ্গের আইজিপি রাজীব মিশ্রকে রাজ্য সরকার এডিজিপি (দক্ষিণবঙ্গ) পদে পাঠাল । ওয়াকিবহাল মহলের মতে, রাজ্য সরকার 2 আইপিএসকে পোস্টিং দিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া বার্তা দিল । আরও একবার স্পষ্ট করল আইপিএসদের কেন্দ্রীয় ডেপুটেশনে যাওয়াকে কোনওভাবেই মেনে নেবে না রাজ্য সরকার ।

আরও পড়ুন :রাজনৈতিক হিংসা বন্ধে কী পদক্ষেপ, মুখ্যসচিব-ডিজিপির কাছে জানতে চাইল স্বরাষ্ট্রমন্ত্রক

জেপি নাড্ডার কনভয়ে হামলার পর রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক । কিন্তু মুখ্যসচিব চিঠি দিয়ে জানিয়ে দেন তাঁদের পক্ষে যাওয়া সম্ভব হবে না । এরপর কেন্দ্রের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তাঁরা । নাড্ডার কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা 3 আইপিএসকে ডেপুটেশনে পোস্টিং দেয় কেন্দ্রীয় সরকার । কিন্তু রাজ্য ছাড়েনি। ডেপুটেশন পোস্টিংয়ের জন্য না ছেড়ে রাজ্য সরকার 2 আইপিএসকে বদলির সিদ্ধান্ত নিল । ফলে আবার কেন্দ্র - রাজ্য সংঘাতের আবহ তৈরি হল ।

ABOUT THE AUTHOR

...view details