পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nabanna on Awas Yojana: পঞ্চায়েত ও ব্লকস্তরে আবাস যোজনায় ভালো কাজে পুরস্কারের ভাবনা রাজ্য়ের - নবান্ন

সময়ে আবাস যোজনার (PM Awas Yojana) কাজ শেষ না করলে টাকা অন্য রাজ্যে চলে যেতে পারে বলে আশঙ্কা করছে বাংলার সরকার ৷ তাই সময়মতো কাজ শেষ করার জন্য পঞ্চায়েত ও ব্লকস্তরের পুরস্কার দেওয়ার কথা ভাবছে রাজ্য ৷

Nabanna on Awas Yojana
Nabanna on Awas Yojana

By

Published : Jan 11, 2023, 5:05 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: আবাস যোজনা (PM Awas Yojana) নিয়ে বাংলায় অভিযোগের শেষ নেই । বিভিন্ন জায়গায় আবাস নিয়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শীর্ষ নেতৃত্বকে কখনও কখনও পঞ্চায়েতের সদস্যদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে । ইতিমধ্যেই আবাসে অস্বচ্ছতার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা ।

প্রথম দফায় দুই জেলায় গেলেও আগামীতে আরও কয়েকটি জেলায় তাদের যাওয়ার কথা রয়েছে । আর এসবের মধ্যেই আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নবান্ন (Nabanna on Awas Yojana) । বুধবার আবাস যোজনার কাজ 90 দিনের মধ্যে শেষ করতে নবান্নের তরফ থেকে গাইডলাইন দেওয়া হয়েছে প্রত্যেক জেলাকেই ।

একই সঙ্গে যাতে দ্রুত এই প্রকল্পের কাজ সম্পাদন করা যায়, তার জন্য পুরস্কার ঘোষণা করল রাজ্য । রাজ্য সরকার আশঙ্কা করছে 90 দিনের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পাদন না করা গেলে এর জন্য বরাদ্দকৃত অর্থ অন্য রাজ্যকে দিয়ে দিতে পারে কেন্দ্রীয় সরকার । আর সে কারণেই এই পুরস্কারের উদ্যোগ রাজ্যের । এক্ষেত্রে সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে পঞ্চায়েত এবং ব্লকস্তরের আধিকারিকদের পুরস্কার দেওয়ার ভাবনা রাজ্যের ।

প্রসঙ্গত, আবাস যোজনা নিয়ে আরও একবার জেলাগুলিকে গাইডালাইন দিল নবান্ন (Guideline on Awas Yojana) । মঙ্গলবার আবাস যোজনা নিয়ে একটি উচ্চস্তরীয় বৈঠক হয় । তারপরেই কেন্দ্রের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আবাস যোজনার কাজ শেষ করার জন্য নির্দিষ্ট কয়েকটি গাইডলাইন দেওয়া হয়েছে । এই গাইডলাইনের মধ্যেই পঞ্চায়েত এবং ব্লক স্তরের আধিকারিকদের স্বীকৃতি তথা ইনসেন্টিভ দেওয়ার কথাও বলা হয়েছে ।

রাজ্য সরকার চাইছে কেন্দ্রের বেঁধে দেওয়া 90 দিনের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে । কেন্দ্রীয় সরকার 11 লক্ষ 33 হাজার ঘরের যে মঞ্জুরি দিয়েছে, তা শেষ করতে তিন মাস সময় দিয়েছে । এক্ষেত্রে রাজ্য সরকার আশঙ্কা করছে সময়ের মধ্যে কাজ শেষ না হলে রাজ্যের জন্য বরাদ্দকৃত অর্থ অন্য রাজ্যকে দিয়ে দেওয়া হতে পারে ।

আর তাই কোনোভাবেই এই প্রকল্পের টাকা ফেলে রাখা যাবে না বলে বার্তা দিয়েছে নবান্ন ৷ এক্ষেত্রে রাজ্য সরকার কেন্দ্রকে রাজ্যের বরাদ্দ ফিরিয়ে নেওয়ার সুযোগ দিতে চাইছে না । সেই কারণেই সময়ের আগে যদি কাজ শেষ করা যায়, সেক্ষেত্রে ব্লক এবং পঞ্চায়েতস্তরের আধিকারিকদের ইনসেন্টিভ দেওয়ার কথা ভাবছে নবান্ন ।

নবান্নের থেকে জারি করা নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, প্রত্যেকদিন নিয়ম করে আবাস বন্ধুদের বাড়ি বাড়ি পরিদর্শন করতে হবে । এক্ষেত্রে আবাস যোজনায় বরাদ্দ হওয়া বাড়ির অগ্রগতি রিপোর্ট তৈরি করতে হবে তাঁদের । এমনিতে এই কাজ করার জন্য বহু জেলায় আবাস বন্ধুদের সংখ্যা যথার্থ নয় বলে নবান্নের কাছে অভিযোগ এসেছিল ।

এই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, প্রয়োজন হলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও এই কাজে ব্যবহার করা যেতে পারে । প্রত্যেক সপ্তাহে এই প্রকল্পের কাজের অগ্রগতির রিপোর্ট গ্রাম পঞ্চায়েতস্তরে পাঠাতে হবে । এমনিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যেহেতু বরাদ্দ ধার্য হতে অনেকটা সময় লেগে গিয়েছে । সেক্ষেত্রে রাজ্যের হাতে একটু সময় কম রয়েছে । তবে নবান্ন মনে করছে বারংবার এই পরিদর্শন এবং কাজ ফেলে না রাখার জন্য তারা দেওয়ার ফলে এ বিষয়ে অনেকটাই অগ্রগতি হবে ।

আরও পড়ুন:হাতে আসেনি আবাস যোজনার টাকা, পঞ্চায়েত অফিসেই বসবাস সপরিবারের

ABOUT THE AUTHOR

...view details