পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য কৃষি আইন বাতিলে আন্তরিক নয়, অভিযোগ বাম-কংগ্রেসের - resolution agaisnt Farm Laws

চলতি মাসের 27 এবং 28 তারিখ বিধানসভায় অধিবেশন বসতে চলেছে । এরইমধ্যে সরকারি দলের সর্বসম্মত প্রস্তাব দেখে ক্ষুব্ধ বিরোধীরা । তারাও বিকল্প একটি প্রস্তাব আনতে চায় অথবা সরকারি প্রস্তাবের সংশোধনী দিতে চায় ।

আবদুল মান্নান ও সুজন চক্রবর্তী
আবদুল মান্নান ও সুজন চক্রবর্তী

By

Published : Jan 14, 2021, 7:48 PM IST

কলকাতা, 14 ফেব্রয়ারি : সর্বসম্মত প্রস্তাবেও মনোমালিন্য শাসক দলের সঙ্গে বিরোধীদের । আসন্ন বিধানসভার বিশেষ অধিবেশনে কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় যে সর্বসম্মত প্রস্তাব আনা হবে তার খসড়া দেখে রীতিমতো চটে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । আন্তরিকতার সঙ্গে কেন্দ্রীয় আইনকে বাতিল করতে চাইছে না তৃণমূল কংগ্রেস । অভিযোগ বিরোধীদের । সরকারি প্রস্তাবে তারা সংশোধনী আনবে বলে জানা গিয়েছে । পাশাপাশি ভোটাভুটিও চাইতে পারে বিরোধীরা ।

রাজস্থান, পঞ্জাব, কেরালা-সহ একাধিক রাজ্য ইতিমধ্যেই বিধানসভার অধিবেশন বসিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন তিনটি কৃষি আইন বাতিল করেছে । এ রাজ্যে এখনও সেই তিনটি আইন বাতিল হয়নি । বিধানসভার বিশেষ অধিবেশন বসিয়ে আইনটি বাতিল করা হবে এ রাজ্যে আগেই জানিয়েছিল রাজ্যের শাসক দল । চলতি মাসের 27 এবং 28 তারিখ বিধানসভায় অধিবেশন বসতে চলেছে । এরইমধ্যে সরকারি দলের সর্বসম্মত প্রস্তাব দেখে ক্ষুব্ধ বিরোধীরা । তারাও বিকল্প একটি প্রস্তাব আনতে চায় অথবা সরকারি প্রস্তাবের সংশোধনী দিতে চায় ।

আরও পড়ুন : কৃষকরা ন্যায়-বিচার পেলেন, আইন বাতিলের দাবি তুলে বলল বাম-কংগ্রেস

বাম পরিষদীয়দল নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, সরকারি খসড়ায় গোল গোল সব কথা লেখা রয়েছে । এ রাজ্যের 2014 সালের কৃষক বিরোধী আইনের প্রত্যাহারের কথা লেখা থাকছে না সরকারি প্রস্তাবে । বিরোধীরাও সরকারি প্রস্তাবের সংশোধনী চাইবে। শাসক পক্ষ অনড় থাকলে ভোটাভুটি হবে বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী ।

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে গোপন যোগাযোগ রয়েছে এ রাজ্যের সরকারের। আন্তরিকতার সঙ্গে কেন্দ্রের কৃষি আইন বাতিল করতে চায়না রাজ্য সরকার।

ABOUT THE AUTHOR

...view details