পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Skoch Award 2023: ফের সেরার সেরা বাংলা! আন্তর্জাতিক স্বীকৃতি পেল মমতার 2 প্রকল্প - Skoch Award

আবারও স্কচ অ্যাওয়ার্ড রাজ্য়ের ঝুলিতে। এবার হ্য়ান্ডলুম ও টেক্সটাইল ক্ষেত্রে প্রশাসনিক উৎকর্ষতার জন্য স্বীকৃতি দেওয়া হল তন্তুজ-কে। একইদিনে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পও স্বীকৃতি পেল।

Skoch Award
আন্তর্জাতিক স্বীকৃতি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই প্রকল্প

By

Published : Aug 2, 2023, 11:29 AM IST

কলকাতা, 2 অগস্ট: আবারও সেরার সেরা বাংলা। ফের রাজ্যের মুকুটে জুড়ল নয়া পালক। বাংলার হ্যান্ডলুম ও টেক্সটাইল ক্ষেত্রে প্রশাসনিক উত্‍কর্ষতার জন্য এবার জাতীয় ক্ষেত্রে স্বীকৃতি জিতল তন্তুজ। একইদিনে একটি প্রথম সারির সংবাদমাধ্যম বাংলার অন্য প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ডকে বিশেষ স্বীকৃতি দিল। চলতি বছর বাজেট অধিবেশনে এই প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য সরকার।

বাংলার তাঁত শিল্পকে উৎকর্ষতার অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে তন্তুজ। আর এই তন্তুজকে হ্যান্ডলুম ও টেক্সটাইল ক্ষেত্রে প্রশাসনিক উৎকর্ষতার জন্য স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হল। রাজ্য সরকারের নিজস্ব ব্র্যান্ড এই 'তন্তুজ'এবার জিতে নিয়েছে স্টার অফ গভর্ন্যান্স- স্কচ অ্যাওয়ার্ড ইন হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল। মূলত রাজ্যের বেকার যুবক-যুবতীদের ব্যবসায় উৎসাহিত করতে এই প্রকল্প হাতে নেয় রাজ্য। অন্যদিকে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে 18 থেকে 45 বছরের যুবক-যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে। গ্যারানটার রাজ্য সরকার।

আরও পড়ুন:সীমান্ত নিরাপত্তায় যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে উদ্যোগী কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক

এবার এই প্রকল্প কে স্বীকৃতি দিল সর্বভারতীয় সংবাদ মাধ্যম। সর্বভারতীয় এই সংবাদ মাধ্যমের পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুব সম্প্রদায়কে ক্ষমতায়নের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য বিশেষ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রকল্পের এভাবে জাতীয় ক্ষেত্রে স্বীকৃতি পাওয়া এই প্রথম নয়। কন্যাশ্রী থেকে উৎকর্ষ বাংলা একের পর এক প্রকল্প আগেই জাতীয় ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছে। এমনকী জিতে নিয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও।

পরবর্তী সময়ও একের পর এক স্কচ অ্যাওয়ার্ড এসেছে রাজ্যের ঝুলিতে। পর্যটন থেকে শুরু করে বাংলাশ্রী, ঐক্যশ্রী এবং পরিবেশবান্ধব ট্রামের জন্য স্কচ অ্যাওয়ার্ড জিতেছে রাজ্য সরকার। শিক্ষা দফতরের অধীনস্থ উৎসশ্রী প্রকল্পেও স্কচ স্বীকৃতি পেয়েছে অতীতে। এবার সেই তালিকায় জুড়ে গেল আরও দু'টি প্রকল্প। উল্লেখ্য, প্রশাসনিক ক্ষেত্রে ভালো কাজের জন্য বিভিন্ন মাপকাঠির উপর প্রতি বছর বিভিন্ন রাজ্যের সরকার বা প্রশাসনকে পুরস্কৃত করে থাকে স্কচ গোষ্ঠী। শিক্ষা, শিল্প, বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুন:রাজ্যের টাকাতেই 100 দিনের প্রকল্প, নাম 'খেলা হবে'; ঘোষণা মমতার

ABOUT THE AUTHOR

...view details