কলকাতা, 28 এপ্রিল: প্রসূতি মৃত্যু রুখতে টিনেজ প্রেগন্যান্সির বা অপরিণত বয়সে গর্ভধারণের হার কমানোয় জোর দিচ্ছে রাজ্যে ৷ সামাজিক সচেতনতা, পারিবারিক ক্ষেত্রে অর্থনৈতিক অসচ্ছলতা ইত্যাদি একাধিক কারণে রাজ্যে তথা দেশে এখনও বহু নাবালিকাকে বাল্য বিবাহের দিকে ঠেলে দেওয়া হয় । নাবালিকাদের বিয়ে রুখতে রাজ্যে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প রয়েছে ৷ অথচ তা সত্ত্বেও বহু ক্ষেত্রেই 18 বছর হওয়ার আগেই গর্ভবতী হয়ে পড়ছে নাবালিকারা (Teenage Pregnancy in Bengal)৷ বিষয়টি নিয়ে চিন্তিত স্বাস্থ্য দফতর । তাদের লক্ষ্য যেকোনও মূল্যেই এই টিনেজ প্রেগন্যান্সির হার 10 শতাংশের নীচে নামিয়ে আনা ।
সরকারি তথ্য বলছে, গত চার বছরে নাবালিকাদের মধ্যে গর্ভবতী হওয়ার হার 23 শতাংশ থেকে কমে 19 শতাংশ হয়েছে ৷ তবুও রাজ্য সরকার মনে করছে এই সাফল্য তাদের জন্য যথেষ্ট নয় । রাজ্যের স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায় কন্যাশ্রী প্রকল্প শুধু স্কুল ছুটের সংখ্যা কমায়নি, একইভাবে বাল্যবিবাহ রোধেও এর যথেষ্ট ভূমিকা রয়েছে । পাশাপাশি সরকারের চালু করা রূপশ্রী প্রকল্পও বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । এই মুহূর্তে গোটা রাজ্যে গর্ভবতী অবস্থায় প্রসূতি মৃত্যুর হার কমাতে যথেষ্ট তৎপর রাজ্য সরকার । আর সে কারণেই টিনেজ প্রেগন্যান্সি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে রাজ্য সরকার । যেহেতু নাবালিকাদের প্রসবকালে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে, সে কারণেই এমন ভাবনা রাজ্যের ।