কলকাতা, 19 জুলাই : রাজ্যে গতকালই রেকর্ড হারে বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা । একদিনেই কোরোনায় আক্রান্ত হয়েছে 2 হাজার 198 জন । মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার । এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এছাড়াও সামাজিক দূরত্ব মেনে চলা, হাত ধোয়া ও মাস্ক পরার কথাও বলেছেন তিনি ।
"কোনওভাবেই সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই", স্বাস্থ্যবিধি মানার আবেদন রাজ্যপালের
মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে আজ একটি টুইট করেন রাজ্যপাল । টুইটে তিনি লেখেন, "রাজ্যে কোরোনায় আক্রান্ত ও মৃত্যু ক্রমশ বাড়ছে । আমি আবেদন করব, সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হাত ধোয়ার বিষয়ে 100 শতাংশ গুরুত্ব দেওয়া হোক ।"
দেশে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । রেকর্ড হারে সংক্রমণ ছড়াচ্ছে রাজ্যগুলিতে । IMA-র চিকিৎসকরা বলছেন, দেশে শুরু হয়ে গেছে গোষ্ঠী সংক্রমণ । কোরোনা সংক্রমণ ছড়াচ্ছে গ্রামাঞ্চলে । দেশের অন্য রাজ্যের সঙ্গে সঙ্গে সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গেও । স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় 2 হাজার 198 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 হাজার 209 ।
রাজ্যের এই পরিস্থিতিতে একাধিকবার রাজ্যবাসীর কাছে বাড়িতে থাকার আবেদন জানিয়েছেন রাজ্যপাল । মাস্ক পরা, হাত ধোয়া, স্যানিটাইজ়ার ব্যবহার করার কথাও বলেছেন তিনি । আজ ফের টুইট করে সংক্রমণ থেকে দূরে থাকার আবেদন জানান তিনি । টুইটে লেখেন, "রাজ্যে কোরোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে । আমি আবেদন করব, সামাজিক দূরত্ব, মাস্ক পরা ও হাত ধোয়ার বিষয়ে 100 শতাংশ গুরুত্ব দেওয়া হোক । এই সময় যাঁদের প্রয়োজন তাঁদের পাশে দাঁড়াতে হবে । অন্য কোনওভাবেই সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই ।"