কলকাতা, 17 নভেম্বর : শহিদ জওয়ান সুবোধ ঘোষকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার ৷ সেই ঘটনা নিয়ে আরও একবার রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ সকালে পরপর তিনটি টুইট করেন তিনি ৷ লেখেন, এই রাজ্যের সরকার গণতন্ত্রকে লজ্জিত করেছে ৷ বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের DG ও স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট চেয়েছেন তিনি ৷
শুক্রবার কাশ্মীরে পাকিস্তান সেনার গুলিতে শহিদ হন তেহট্টের রঘুনাথপুরের সুবোধ ঘোষ । রবিবার তাঁর কফিনবন্দী দেহ গ্রামের বাড়িতে পৌঁছায় ৷ সোমবার শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক নিয়ে গিয়েছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ৷ পুষ্পস্তবক নিয়ে ভিতরে যেতেই পুলিশকর্মীরা তাঁকে বাধা দেন বলে অভিযোগ । পুলিশকর্মীদের সঙ্গে তাঁর বচসাও হয় । পরে অবশ্য তাঁকে ভিতরে যেতে দেয় পুলিশ ৷ জেলার DM ও SP-র নির্দেশেই বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাংসদ । আজ সেই ঘটনার নিন্দা করে ভিডিয়ো সহ টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷