পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে BJP সাংসদকে বাধা পুলিশের, রিপোর্ট চাইলেন রাজ্যপাল - জওয়ানের শেষকৃত্যে BJP সাংসদকে বাধা, টুইটে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

টুইটারে রাজ্যপাল লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গণতন্ত্রকে লজ্জিত করেছে ৷"

West Bengal Governor slams police, officials for acting 'politically', warns of 'wrath of law'
West Bengal Governor slams police, officials for acting 'politically', warns of 'wrath of law'

By

Published : Nov 17, 2020, 12:58 PM IST

কলকাতা, 17 নভেম্বর : শহিদ জওয়ান সুবোধ ঘোষকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছিলেন রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার ৷ সেই ঘটনা নিয়ে আরও একবার রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ সকালে পরপর তিনটি টুইট করেন তিনি ৷ লেখেন, এই রাজ্যের সরকার গণতন্ত্রকে লজ্জিত করেছে ৷ বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের DG ও স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট চেয়েছেন তিনি ৷

শুক্রবার কাশ্মীরে পাকিস্তান সেনার গুলিতে শহিদ হন তেহট্টের রঘুনাথপুরের সুবোধ ঘোষ । রবিবার তাঁর কফিনবন্দী দেহ গ্রামের বাড়িতে পৌঁছায় ৷ সোমবার শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক নিয়ে গিয়েছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার ৷ পুষ্পস্তবক নিয়ে ভিতরে যেতেই পুলিশকর্মীরা তাঁকে বাধা দেন বলে অভিযোগ । পুলিশকর্মীদের সঙ্গে তাঁর বচসাও হয় । পরে অবশ্য তাঁকে ভিতরে যেতে দেয় পুলিশ ৷ জেলার DM ও SP-র নির্দেশেই বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাংসদ । আজ সেই ঘটনার নিন্দা করে ভিডিয়ো সহ টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

প্রথম টুইটে রাজ্যপাল রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে উদ্দেশ্য করে লিখেছেন, "রাজ্যের কাছে তথ্য চাওয়ার ক্ষেত্রে আপনার দিক থেকে কোনও বাধ্যবাধকতা আছে কি না জানি না ৷ কিন্তু আমি নিশ্চিত প্রশাসনের সঙ্গে সম্পর্কিত যে কেউ উর্দিধারীদের এই জাতীয় অপব্যবহার দেখে ভয় পাবে ৷" দ্বিতীয় টুইটে রাজ্যপাল লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গণতন্ত্রকে লজ্জিত করেছে ৷ ওই অনুষ্ঠানে শাসকদলের সাংসদ অতিথি হয়ে এসেছেন ৷ অথচ বিরোধী দলের সাংসদকে আটকানো হচ্ছে ৷ গণতন্ত্রকে বাঁচাতে হলে উর্দিধারীদের এই অপরাধের জন্য দৃষ্টান্তমূলক পরিণতি হওয়া উচিত ৷ জনগণের কর্মচারীরা যদি রাজনৈতিকভাবে কাজ করেন তাহলে আইনের কোপে পড়তেই হবে ৷"

শেষ টুইটে তিনি লেখেন, "রাজ্য পুলিশের রাজনৈতিক নিরপেক্ষতা নেই ৷ পলাশির শ্মশানে শহিদ সুবোধ ঘোষের শেষকৃত্যে সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে পুলিশ যে আচরণ করেছে তাতে নদিয়ার SP এবং DM-এর কর্তব্যে গাফিলতি দেখা গেছে ৷ এই বিষয়ে রাজ্য পুলিশের DG ও স্বরাষ্ট্র দপ্তরের কাছে রিপোর্ট চাইছি ৷"

ABOUT THE AUTHOR

...view details