কলকাতা, 28 জুন : গোর্খা টেরিটরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে (GTA) দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সাতদিনের উত্তরবঙ্গ সফর শেষে আজই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল । আর বিকেলেই সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারকে একহাত নিলেন তিনি । অভিযোগ, জিটিএতে নাকি আর্থিক দুর্নীতি চলছে । আর সেই দুর্নীতির রহস্যভেদ করতে ক্যাগ (CAG) দিয়ে জিটিএ-র অডিট করানোর কথাও বলেন ।
2017 সালের পর থেকে পাহাড়ে জিটিএ-র আর নির্বাচন হয়নি । অডিটও হয়নি । রাজ্যপালের অভিযোগ, জিটিএ নাকি ঠিকটাক কাজ করছে না । কোটি কোটি টাকা পাহাড়ের উন্নয়নের জন্য বরাদ্দ করা হলেও সেখানকার মানুষজনের কাজে কিছুই আসছে না । উন্নয়ন হয়নি বিগত কয়েক বছরে ।