কলকাতা,11 নভেম্বর:রোজগারের নতুন পথ খুঁজতে এবার মদের দোকান খুলছে রাজ্য প্রশাসন (State administration to enter into retail liquor business) । সংবাদসংস্থা আইএএনএস সূত্রে এমনটাই জানা গিয়েছে । খুচরো ব্যবসায় নামার আগে পদের পাইকারি কারবারে একাধিপত্য কায়েম করেছিল রাজ্য প্রশাসন। এবার সরাসরি খুচরো ব্যবসায় প্রবেশ করতে চায় নবান্ন । ঠিক হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে মদের দোকান খোলা হবে শুরুতে । তিন জেলায় মোট 92টি দোকান খুলবে প্রশাসন । এর মধ্যে দার্জিলিঙে থাকবে 42টি, আলিপুরদুয়ারে 31টি এবং কালিম্পঙে 19টি দোকান (The West Bengal State Beverages Corporation to open 92 shops across 3 districts of North Bengal) ।
ফ্রাঞ্চাইজি দিয়ে শুরু হবে ব্যবসা । যারা ফ্রাঞ্চাইজি নিতে চান তাঁদের প্রাথমিকভাবে রাজ্য সরকারের কাছে কিছু টাকা জমা রাখতে হবে । তাছাড়া ব্যবসার একটি নির্দিষ্ট পরিমাণ মালিকানাও থাকবে রাজ্যের কাছে । ভারতের তৈরি মদের পাশাপাশি বিদেশ থেকে রপ্তানি করা মদও বিক্রি হবে এখানে ।