কলকাতা, 15 জুন : করোনার উদ্বেগ পরিস্থিতি কিছুটা কমতে শুরু করেছে রাজ্যে । এই পরিস্থিতিতে করোনার টিকাকরণ জন্য নতুন অ্যাপ শুরু করতে চলেছে রাজ্য সরকার । এই অ্যাপের নাম দেওয়া হয়েছে সিভিআর । এবার থেকে রাজ্যবাসী করোনার টিকার জন্য এই অ্যাপের মাধ্যমে স্লট বুক করতে পারবে । সেই সঙ্গে রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে ও স্লট বুকিংয়ের সুবিধা । 83359 99000 এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলেই বুক করা যাবে স্লট । করোনার তৃতীয় স্রোত আসার আগেই রাজ্যের অধিকাংশ মানুষকে করোনা টিকা দেওয়ার জন্য এই স্লট বুকিং চালু করছে রাজ্য সরকার ।
করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি । এমনটাই আশঙ্কা করছেন চিকিৎসকরা । করোনার তৃতীয় ঢেউ উঠে শিশু এবং যুবসমাজের আক্রান্ত হওয়ার আশঙ্কা সবথেকে বেশি রয়েছে। এই পরিস্থিতিতে শিশুদের করোনার টিকা দেওয়ার উপরে জোর বাড়াচ্ছে কেন্দ্র সরকার ।
এবার আমাদের রাজ্যে শিশুদের উপরে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হতে চলেছে । পার্ক সার্কাসে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ থেকেই শুরু হবে এই ট্রায়াল । সূত্রের খবর করোনার পরীক্ষামূলক টিকাকরণের শিশুদের ক্ষেত্রে 6 মিলিমিটারের ডোজ় দেওয়া হবে ।
আরও পড়ুন :Covid Vaccine : নোভাভ্যাক্স 90 শতাংশের বেশি কার্যকরী, দাবি সংস্থার
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে শিশুদের করোনার টিকা দেওয়ার আগে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা তৈরি করা হবে । শিশুদের টিকা করন করার আগে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে । জ়াইডাস ক্যাডিলা সংস্থার তৈরি করোনার ভ্যাকসিন দেওয়া হবে শিশুদের পরীক্ষামূলক টিকাকরণে । 18 বছর পর্যন্ত বয়স্কদের ওপরেই করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক টিকাকরণ করা হবে । শিশুদের ক্ষেত্রে 28 দিনের ব্যবধানে দুটি ডোজ় দেওয়া হবে । ভ্যাকসিন দেওয়ার পর অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা তার ওপর নজরদারি রাখা হবে ।