পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Govt Taking Loan : বাজেট পেশের 24 ঘণ্টার মধ্যেই খোলা বাজার থেকে ফের ঋণ রাজ্য সরকারের

গতকাল 2022-23 অর্থবর্ষের বাজেট পেশ করেন পশ্চিমবঙ্গের নতুন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তার 24 ঘণ্টার মধ্যেই ফের খোলা বাজার থেকে ঋণ নিতে চলছে রাজ্য সরকার (West Bengal Government Set To Take Loan From Open Market Within 24 Hours Of Presenting Budget) ৷ এই কিস্তিতে ঋণ নিচ্ছে 3,000 কোটি টাকা ।

West Bengal Govt Taking Loan
West Bengal Govt Taking Loan

By

Published : Mar 12, 2022, 7:25 PM IST

কলকাতা, 12 মার্চ : গতকালই রাজ্য বিধানসভার ভিতরে 2022-23 অর্থবর্ষের বাজেট পেশ করলেন পশ্চিমবঙ্গের নতুন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তার ঠিক 24 ঘণ্টার ভিতরে ফের খোলা বাজার থেকে ঋণ নিতে চলছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government Set To Take Loan From Open Market Within 24 Hours Of Presenting Budget) ।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার অর্থাৎ 15 মার্চ, মোট আটটি রাজ্য বাজার থেকে মোট 13,639 কোটি টাকার ঋণ তুলতে চলেছে । এই কিস্তিতে সবথেকে বেশি ঋণ নিচ্ছে তামিলনাড়ু সরকার, যার মোট ধারের পরিমাণ হবে 5,000 কোটি টাকা । এরপরের আছে পশ্চিমবঙ্গ সরকার , যারা এই কিস্তিতে ঋণ নিচ্ছে 3,000 কোটি টাকা ।

আরও পড়ুন :WB Budget 22-23 : চন্দ্রিমার প্রথম বাজেটে গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে জোর

দৈনন্দিন খরচ চালাতে যে ধারের উপরই নির্ভর করতে হবে রাজ্য সরকারকে, তার ইঙ্গিত মিলেছিল গতকালই বাজেট নথিতে।

2021-22 আর্থিক বছরের বাজেট অনুমান (Budget Estimate) অনুযায়ী রাজ্য সরকারের পুঞ্জীভূত ঋণের (Accumulated Debt) পরিমাণ ছিল 5.35 লক্ষ কোটি টাকা । সেই 2021-22 আর্থিক বছরেরই সংশোধিত অনুমান (Revised Estimate) অনুযায়ী রাজ্য সরকারের পুঞ্জীভূত ঋণের পরিমাণ হয়েছে 5.28 লক্ষ্ কোটি টাকা । আবার 2022-23 সালের বাজেট অনুমান (Budget Estimate) অনুযায়ী রাজ্যের পুঞ্জীভূত ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াবে 5.86 লক্ষ কোটি টাকার বেশি ।

আরও পড়ুন :Sujan Chakraborty Criticizes Budget : বাজেট অসত্য রাজনৈতিক ভাষণ, মন্তব্য সুজন চক্রবর্তীর

2011 সালে যখন 34 বছরের বামফ্রন্ট সরকারের অবসান হয়, তখন রাজ্যের পুঞ্জীভূত ঋণের পরিমাণ ছিল 1.99 লক্ষ কোটি টাকার মত । অর্থনীতিবিদদের মতে, গত এগারো বছরে অপরিকল্পিত এবং পুনরাবৃত্ত ব্যয় (Recurring and Non -plan Expenditure) যেভাবে হুহু করে বেড়েছে, এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়েনি রাজ্যের রাজস্ব আদায়, তাই ঋণের উপর নির্ভরতা পশ্চিমবঙ্গ সরকারের বেড়েই চলেছে ।

আরও পড়ুন :AAP in Bengal : পঞ্চায়েত ভোটে মমতার দুর্গে হানার প্রস্তুতি কেজরিওয়ালের, মালদায় আপের সদস্য সংগ্রহ অভিযান

অর্থিনীতিবীদদের আরও মত, লক্ষীর ভান্ডারের মতো জনমোহিনী প্রকল্পগুলি তৃণমূল কংগ্রেসকে একের পর এক নির্বাচনী সাফল্য এনে দিয়েছে এ কথা ঠিক । কিন্তু একই সঙ্গে রাজস্ব বাড়ানোর কোনও বিকল্প উপায় বের করে উঠতে পারেনি রাজ্য সরকার । তাই খোলা বাজার থেকে ঋণ এবং আবগারি শুল্ক থেকে আয়ের উপরই নির্ভর করতে হচ্ছে রাজ্য সরকারকে ।

ABOUT THE AUTHOR

...view details