পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

14 দিনের কোয়ারানটিন শেষ, নিজ়ামউদ্দিন ফেরতদের বাড়ি পাঠানোর কাজ শুরু রাজ্যের - Government sending people home

14 দিন কোয়ারানটিনে ছিল নিজ়ামউদ্দিন ফেরতরা । ইতিমধ্যে শেষ হয়েছে তাদের কোয়ারানটিনে থাকার সময়সীমা । তাই এবার তাদের বাড়ি ফেরানোর কাজ শুরু করল প্রশাসন ।

নবান্ন
নবান্ন

By

Published : Apr 26, 2020, 4:24 PM IST

কলকাতা, 26 এপ্রিল : অবশেষে নিজ়ামউদ্দিন ফেরতদের কোয়ারানটিনের সময়সীমা শেষ হল । 14 দিন পর রাজারহাটের হজ হাউজ়ের কোয়ারানটিন থেকে বাড়ি ফেরানোর কাজ শুরু করল রাজ্য প্রশাসন । জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় শতাধিক মানুষকে বাড়ি পাঠানো হয়েছে । সরকারি গাড়ি করেই বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ।

নিজ়ামউদ্দিনে যোগ দিয়ে বাংলায় ফিরেছিল বহু মানুষ । তাদের চিহ্নিত করে নিউটাউনের হজ হাউজ়ের কোয়ারানটিন সেন্টারে রাখার ব্যবস্থা করেছিল রাজ্য সরকার । সেই মতো, 14 দিন কোয়ারানটিনে ছিল তারা । ইতিমধ্যে শেষ হয়েছে কোয়ারানটিনে থাকার সময়সীমা । তাই এবার তাদের বাড়ি ফেরানোর কাজ শুরু করল প্রশাসন । তবে, কতজনকে বাড়ি ফেরানো হল বা কতজন কোয়ারানটিনে রয়েছে সেই তথ্য এখনও প্রকাশ করেনি নবান্ন ।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 179 জন নিজ়ামউদ্দিন ফেরতকে হজ হাউজ়ের কোয়ারানটিনে রাখা হয়েছে । এর মধ্যে 101 জন বিদেশি রয়েছে । এদিকে, নিজ়ামউদ্দিন ফেরতদের সম্পর্কে যাবতীয় তথ্য চেয়ে গতকাল রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র । তাদের কতজনকে কোয়ারানটিনে রাখা হয়েছে, কতজনের পরীক্ষা হয়েছে তা চিঠিতে জানতে চেয়েছেন তিনি । তবে, এই চিঠির এখনও উত্তর মুখ্য সচিব দেননি বলেই খবর ।

ABOUT THE AUTHOR

...view details