কলকাতা, 17 এপ্রিল : কোরোন সতর্কতায় মানিকতলা, রাজাবাজার, কাঁকুড়গাছি, নারকেলডাঙা এলাকার মূল রাস্তা এবং অলিগলি পুরোটাই আজ দুপুর থেকে সিল করে দেওয়া হয় প্রশাসনের তরফে ৷ পুলিশের অনুমতি ছাড়া কেউই এই সিল করা এলাকাগুলিতে যেতে পারবে না ৷ 3 মে লকডাউন চলা পর্যন্ত সিল থাকবে এই এলাকাগুলি ৷
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশকে মান্যতা, শিয়ালদা চত্বরের সব রাস্তা সিল করল প্রশাসন
মানিকতলা, রাজাবাজার, কাঁকুড়গাছি, নারকেলডাঙা এলাকার মূল রাস্তা থেকে অলিগলি পুরোটাই আজ দুপুরে সিল করে দেওয়া হয় ৷
ইতিমধ্যেই হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে কলকাতার নারকেলডাঙা, কাঁকুড়গাছি, মানিকতলা, রাজাবাজার এলাকাগুলো ৷ কিন্তু, তাতেও সাবধান হতে দেখা যায়নি সাধারণ মানুষকে ৷ প্রতিদিনই সবজি বাজার, রাস্তাগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে ৷ নিয়মিত এই ভিড় সামলাতে রীতিমতো বেগ পেতে হত পুলিশকে ৷ যথাযথভাবে লকডাউন মানা হচ্ছে না বলে সম্প্রতি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ হটস্পট এলাকাগুলোতে যাতে রাজ্য সরকার কড়া পদক্ষেপ করে সে বিষয়ে চিঠিতেই নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এলাকাগুলো সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে দফায় দফায় চিঠি দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ৷ অবশেষে আজ দুপুরে কড়া পদক্ষেপ করল প্রশাসন ৷
লকডাউন চলাকালীন এলাকাগুলোর বড় রাস্তা থেকে শুরু করে অলিগলি, সবই সিল করে দেওয়া হল আজ ৷ জানা গেছে, এলাকার বাজারগুলিকেও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই বেলগাছিয়া প্রশাসনের তরফে সিল করা হয়েছে ৷