কলকাতা, 27 জুন : বিধানসভা নির্বাচনের ইস্তেহারেই রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর 17 মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায় বিধান পরিষদ গঠনের প্রস্তাব । পরবর্তী পদক্ষেপ হিসাবে এবার বিধানসভায় এই সংক্রান্ত বিল আনছে রাজ্য সরকার । সূত্রের খবর, 2 জুলাই থেকে রাজ্য বিধানসভার অধিবেশনে এই বিল পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী স্বয়ং । এরপর লোকসভা ও রাজ্যসভার দু'টি কক্ষেই বিলটিকে অনুমোদন করাতে হবে । শেষে রাষ্ট্রপতির অনুমোদন পেলেই গঠিত হবে বিধান পরিষদ ।
ভারতীয় সংবিধানের 171 নম্বর ধারায় বলা আছে, বিধান পরিষদের সদস্য সংখ্যা রাজ্য বিধানসভার সদস্য সংখ্যার এক তৃতীয়াংশের বেশি হবে না । অর্থাৎ আমাদের রাজ্যে বিধান পরিষদে সর্বোচ্চ 99 জন সদস্য হতে পারবেন এবং সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে পারে 40 ।
পশ্চিমবঙ্গে একসময় বিধান পরিষদের অস্তিত্ব ছিল । কিন্তু সংসদীয় গণতন্ত্রে রাজ্য আইনসভার নিম্নকক্ষ প্রায় 'গুরুত্বহীন' হয়ে পড়ে । এর ফলে পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যে এই নিম্নকক্ষ বিলুপ্ত করা হয় । 1969 সালের 21 মার্চ পশ্চিমবঙ্গে বিধান পরিষদ অবলুপ্তির একটি প্রস্তাব পাশ হয় । এরপর সংসদে পশ্চিমবঙ্গ বিধান পরিষদ (অবলুপ্তি) আইন, 1969 পাশ হয় । 1969 সালের 1 অগাস্ট এই পরিষদ অবলুপ্ত হয় । যদিও 2011 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সরকার পুনরায় এই পরিষদ গঠনের ইঙ্গিত দিয়েছিল ।