কলকাতা, 1 মে : ক্রমেই ভয়ঙ্কর হতে শুরু করেছে রাজ্যের করোনা গ্রাফ ৷ বাড়ছে মৃত্যু ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে 103 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷ করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে এই প্রথমবার একশোর গণ্ডি পার করল দৈনিক মৃত্যু ৷
আজ রাজ্যে দৈনিক সংক্রমণ 17 হাজার 512 ৷ গতকাল সংখ্যাটি ছিল 17 হাজার 411 ৷ গতকালের তুলনায় আজ দৈনিক সংক্রমণের সংখ্যা বেড়েছে 101 ৷ দৈনিক সংক্রমণ সেভাবে না বাড়লেও চিন্তা বাড়লেও সুস্থতার হার ৷ গতকাল সুস্থতার হার ছিল 84.91 শতাংশ ৷ আজ তা আরও কমেছে ৷ রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী রাজ্যে বর্তমানে সুস্থতার হার 84.86 শতাংশ ৷
এদিকে ক্রমবর্ধমান অক্সিজেনের চাহিদা মেটাতে একগুচ্ছ পদক্ষেপ করল রাজ্য সরকার । আজ নবান্নের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যের করোনা রোগীরা হাসপাতালে এলে যাতে অক্সিজেন পান তার জন্য সরকার ব্যবস্থা করতে উদ্যোগী । রাজ্যের কোনও রোগীর যাতে অক্সিজেনের অভাবে মৃত্যু না হয়, সেজন্য শহরাঞ্চলে গ্যাস পাইপের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ।
কিন্তু গ্রামীণ এলাকায় করোনা রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য গ্যাস লাইনের মাধ্যমে অক্সিজেন পৌঁছে দেওয়া সম্ভব নয়। তাদের কথা ভেবেই রাজ্য সরকারের তরফ 2000 অক্সিজেন কনসেনট্রেটর কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়া কয়েকটি বেসরকারি সংস্থা রাজ্য সরকারকে 2000 অক্সিজেন কনসেনট্রেটর দেবে । মূলত এগুলি গ্রামীণ হাসপাতাল ও সেফ হোমগুলিতে সরবরাহ করা হবে ।়