কলকাতা , 3 জুলাই : মেয়াদ বাড়ল ষষ্ঠ বেতন কমিশনের । রাজ্য সরকারের তরফে আরও তিন মাস মেয়াদ বাড়ানো হল এই কমিশনের । শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয় । রাজ্যের অর্থ দফতর থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান-সহ প্রত্যেক সদস্যের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে । তা কার্যকর হয়েছে 1 জুলাই থেকে ।
2015 সালের নভেম্বর মাসে গঠন করা হয়েছিল ষষ্ঠ পে কমিশন । এরপর 2019 সালে ষষ্ঠ পে কমিশনের সুপারিশ মেনে বেতন বৃদ্ধি করে রাজ্য সরকার । এরপরেও কিছু কাজ বাকি থাকায় কমিশন তার কাজ চালিয়ে যাচ্ছিল । 1 জুলাই থেকে এই কমিশনের মেয়াদ আর তিন মাস বাড়ানো হল ৷