কলকাতা, 28 মে : লকডাউন বাড়ানোর কোনও সিদ্ধান্ত রাজ্য সরকার নেয়নি । আজ একথা জানানো হল স্বরাষ্ট্র দপ্তরের তরফে । সঙ্গে জানিয়ে দেওয়া হয়, এ বিষয়ে কেন্দ্রের কাছে কোনওরকম সুপারিশও করা হয়নি রাজ্যের তরফে । এটা নিয়ে ভুয়ো, বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে ।
স্বরাষ্ট্র দপ্তরের তরফে আজ এই বিষয়ে টুইট করা হয় । লেখা হয়, "পশ্চিমবঙ্গ সরকার এর মাধ্যমে স্পষ্ট করছে যে, কিছু ভুয়ো/ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে কিন্তু রাজ্য লকডাউন বাড়াতে বা বিধিনিষেধ জারি করতে কোনও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেনি বা সুপারিশও করেনি । রাজ্যের মুখ্যসচিবও কোনও জায়গায় এ বিষয়ে কোনও মতামত প্রকাশ করেনি ।"
প্রসঙ্গত, কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে গত দু'মাস ধরে লকডাউন চলছে । প্রথম তিন দফায় কড়াভাবে বিধিনিষেধ মানা হলেও চতুর্থ দফায় বেশ কিছু ছাড় দেওয়া হয় । ইতিমধ্যে বিশেষ ট্রেন পরিষেবা, বাস পরিষেবা ও অন্তর্দেশীয় বিমান পরিষেবাও চালু হয়েছে ।
রাজ্যে ইতিমধ্যে স্যালঁ বা বিউটি পার্লার, ছোটো ছোটো দোকান, কারখানা, মদের দোকান খুলেছে । কলকাতায় অটো, সরকারি বাস পরিষেবাও শুরু হয়েছে । আজ থেকে রাজ্যে বিমান পরিষেবাও চালু হয়েছে ।
এদিকে 31 মে শেষ হতে চলেছে চতুর্থ দফার লকডাউন । লকডাউন 5.0 শুরু হবে কি না তা নিয়ে কেন্দ্রের বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফেও কিছু জানানো হয়নি । পঞ্চম দফার লকডাউন নিয়ে যে সমস্ত খবর সোশাল মিডিয়ায় বা বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়েছে, তা সবই মিথ্যে বলে আগেই জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । আজ একই কথা স্বরাষ্ট্র দপ্তরের তরফেও জানানো হল ।