পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংকট দূর করতে শর্তসাপেক্ষে রক্তদান শিবিরের অনুমতি রাজ্য সরকারের - West Bengal Government

একমাস ধরে কলকাতা ও রাজ্য পুলিশের তরফে রক্তদান শিবির করার পরও দূর হয়নি সংকট । তাই এবার শর্তসাপেক্ষে সকলকে রক্তদান শিবিরের অনুমতি দিল রাজ্য সরকার ।

Nabanna
নবান্ন

By

Published : May 14, 2020, 1:05 PM IST

কলকাতা, 14 মে : কোরোনা সংক্রমণ রোধে জমায়েত এড়াতে বন্ধ রাখা হয় রক্তদান শিবির । কিন্তু বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে সংকট দেখা দেওয়ায় পুলিশকে রক্তদান শিবিরের অনুমতি দেয় সরকার । একমাস ধরে কলকাতা ও রাজ্য পুলিশের তরফে রক্তদান শিবির করার পরও দূর হয়নি সংকট । তাই এবার শর্তসাপেক্ষে সকলকে রক্তদান শিবিরের অনুমতি দিল রাজ্য সরকার । সেই মর্মে গতকাল একটি নির্দেশিকাও জারি করা হয় ।

সরকারের জারি করা এই নির্দেশিকায় বলা হয়, যে কোনও রক্তদান শিবিরে সর্বাধিক 50 জন রক্ত দিতে পারবেন । একসঙ্গে ছয়জনের বেশি রক্ত দেওয়া যাবে না । বাস কিংবা মোবাইল ভ্যানে রক্তদান শিবিরের আয়োজন করা হলে 40 জনের বেশি রক্ত দিতে পারবেন না । সম্প্রতি ভিনরাজ্য বা দেশ থেকে ফেরা কেউই 56 দিন পর্যন্ত এই শিবিরগুলিতে অংশগ্রহণ করতে পারবেন না ।

স্বাস্থ্যবিধি মেনে রক্তদান শিবিরগুলিতে সামাজিক দূরত্বের বিষয়টি নিশ্চিত করতে হবে । তার জন্য বড় জায়গায় শিবিরের আয়োজন করতে হবে । রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজ়ারও ।

ABOUT THE AUTHOR

...view details