পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শর্তসাপেক্ষে রাজ্যে আরও দু'সপ্তাহ বাড়ল লকডাউন - corona news updates

আরও দু'সপ্তাহ বাড়ছে লকডাউন । পাট ও চা শিল্পে 100 শতাংশ কর্মী নিয়ে কাজ হবে । আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে রাজ্যের মধ্য়ে চলবে বাস ।

ছবি
ছবি

By

Published : May 30, 2020, 8:48 PM IST

Updated : May 30, 2020, 9:01 PM IST

কলকাতা, 30 মে : ইতিমধ্য়েই লকডাউন 5.0 নিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । কনটেইনমন্ট জ়োনগুলিতে আরও একমাস থাকবে লকডাউন । এই পরিস্থিতিতে আগামী 15 জুন পর্যন্ত রাজ্যে বাড়ল লকডাউনের সময়সীমা । তবে শর্তসাপেক্ষে মিলবে বেশকিছু ছাড় । লকডাউন 5.0-তে কী চিত্র রাজ্য়ে, দেখে নেওয়া যাক একনজরে ।

  • পাট ও চা শিল্পের ক্ষেত্রে 100 শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে।
  • ক্ষুদ্র, ছোটো, মাঝারি, বৃহৎ শিল্পের পাশাপাশি খনিতেও 100 শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে।
  • 100 শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে নির্মাণ কার্যের ক্ষেত্রেও ।
  • রাজ্যের মধ্য়ে চলাচল করবে সরকারি ও বেসরকারি বাসগুলি । তবে এক্ষেত্রে বাসের আসন সংখ্যার সমান যাত্রী উঠতে পারবেন ৷ অর্থাৎ যতগুলি আসন, ততজন যাত্রী ৷ কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না ৷ গ্লাভস পরে উঠতে হবে ৷
  • খুলে যাচ্ছে ধর্মীয় স্থানগুলি । তবে ক্ষেত্রে স্থানীয় পুলিশ স্টেশনের সঙ্গে আলোচনা করে নিতে হবে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে । তবে এক্ষেত্রে ধর্মীয় স্থানগুলিতে একসঙ্গে 10 জনের বেশি প্রবেশ করতে পারবে না । কোনওরকম জমায়েত বা ভিড় করা যাবে না ।
  • TV, সিনেমা, রিয়েলিটি শো প্রোডাকশনের ক্ষেত্রে ইনডোর, আউটডোর কাজে একসঙ্গে একটি ইউনিটে 35 জনের বেশি কাজ করতে পারবে না ।
  • 8 জুন থেকে হোটেল, রেস্তরাঁ ও শপিংমলগুলি খুলে যাবে।
  • 8 জুন থেকে সরকারি অফিসগুলিতে 70 শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করা হবে । রোটেশন অনুযায়ী কাজ চলবে । এনিয়ে গতকাল টুইট করেন মুখ্যমন্ত্রী । বলেন, "রাজ্যে একের পর এক সংকটজনক পরিস্থিতি। এই পরিপ্রেক্ষিতে আমরা রাজ্যের সরকারি দপ্তরগুলিতে কর্মীসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি । 50 শতাংশ থেকে বাড়িয়ে 70 শতাংশ কর্মী দিয়ে সরকারি দপ্তর চালানো হবে । এই মুহূর্তে রাজ্য়ের যা পরিস্থিতি তা দ্রুত স্বাভাবিক করাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। এর ফলে পরিষেবারগুলি নিরবচ্ছিন্নভাবে শুরু করা যাবে ।"
  • বেসরকারি ক্ষেত্রে কর্মীদের যথাসম্ভব বাড়িতে থেকেই কাজ করার আবেদন জানানো হয়েছে । তবে 8 জুন থেকে এখানেও কর্মীসংখ্য়া বাড়ানো যেতে পারে । এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলি তাঁদের নিজেদের পরিস্থিতি অনুযায়ী কর্মীসংখ্য়া বাড়ানো বা কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ।
Last Updated : May 30, 2020, 9:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details