কলকাতা, 28 জুন : রাজ্যে করোনা সংক্রমণ নিম্নমুখী । তাই 1 জুলাই থেকে রাজ্য সরকারে বিধিনিষেধে আরও কিছুটা শিথিল করা হল । এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন । করোনা বিধিনিষেধ 15 জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । তবে 1 জুলাই থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসরকারি বাস । এর পাশাপাশি চলবে অটো ও টোটো । তবে ট্রেন বা মেট্রো চলাচলে এখনই ছাড় দেওয়া হচ্ছে না । 15 জুলাইয়ের পর এই নিয়ে চিন্তাভাবনা করা হতে পারে ।
মুখ্যমন্ত্রী বলেন , " রাজ্যে এখনও পর্যন্ত 2 কোটি 12 লাখ করোনা টিকার ডোজ় দেওয়া হয়েছে । যারা সুপার স্প্রেডার তাদের টিকা দেওয়া হয়েছে । বিশেষ করে গাড়ির চালক , গৃহ পরিচারক, বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী , কৃষক , কিষাণ মাণ্ডির কর্মী , গুদামে যারা কাজ করে তাদের টিকা দেওয়া হয়েছে । "
তিনি আরও বলেন , "আরও কিছুদিন বিধিনিষেধ থাকবে । এখনও দেখছি অনেকে মাস্ক পরছেন না । ফিজ়িকালি ডিসট্যানসিং এবং মাস্ক পরাটা বাধ্যতামূলক করতে হবে । কারণ যাতে তৃতীয় ঢেউ পশ্চিমবঙ্গে এসে ক্ষতি না করতে পারে । "