কলকাতা, 15 জুন: পঞ্চায়েত মামলার রায়ে পশ্চিমবঙ্গের স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই নিয়ে পালটা মামলা দায়ের হল আদালতে ৷ রায়ের যে অংশে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত নির্দেশ দেওয়া রয়েছে, সেই অংশের সংশোধন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার ৷ অন্যদিকে পঞ্চায়েত ভোট নিয়ে আদালত যে রায় দিয়েছে, তা রাজ্য নির্বাচন কমিশন মানছে না বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনিও এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ৷
প্রসঙ্গত, গত মঙ্গলবার পঞ্চায়েত মামলার রায় দেয় কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়ের একটি অংশে ছিল যে ভোটে রাজ্যের স্পর্শকাতর সাতটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ৷ রায়ের সেই অংশের সংশোধন চায় রাজ্য সরকার ৷ তাই বৃহস্পতিবার এই নিয়ে আদালতের কাছে আবেদন জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর বক্তব্য, রাজ্যের সাতটি জেলা স্পর্শকাতর, নির্বাচন কমিশন কোথাও তা স্পষ্ট করে বলেনি । তাহলে আদালত কীভাবে নির্দেশ দিল ?
কল্যাণের এই বক্তব্য শুনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তখন জানতে চান, "তাহলে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ দিয়ে দেব !"
বিজেপির তরফে আইনজীবী সৌম্য মজুমদারের বক্তব্য, ‘‘সারা রাজ্যেই ভোটকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক । কারণ, সর্বদলীয় বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন স্পষ্ট করেনি কোন জেলাগুলোতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রয়োজন । ফলে আমাদের কাছেও স্পষ্ট নয় ।’’
এর পর প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দেন । আগামিকাল শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে ।