কলকাতা, 1 মে : শুক্রবার আংশিক লকডাউন ঘোষণার পর শনিবার সেই বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করল রাজ্য সরকার । আজ বিকেলে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, গতকাল সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং বিনোদনমূলক সমস্ত অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । এদিনের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করে বিয়ে ও অন্যান্য পারিবারিক অনুষ্ঠানে 50 জন অতিথিকে নিয়ে করার ছাড়পত্র দেয়া হয়েছে ।
এ-ক্ষেত্রে প্রত্যেক আমন্ত্রিতদের কঠোরভাবে করোনা বিধি মানতে হবে । আজকের বিজ্ঞপ্তিতে নবান্নের তরফে স্পষ্টভাবে তা বলা হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শপিংমল বন্ধ থাকলেও, রিটেল শপ, স্ট্যান্ড অ্যালোন শপ একইভাবে 7 টা থেকে 10 টা এবং 3 টে থেকে 5 টা পর্যন্ত খোলা থাকবে ।