পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিয়ের অনুষ্ঠানে ছাড় নবান্নের, তবে অতিথি সংখ্যা নির্দিষ্ট - বিয়ের অনুষ্ঠানে ছাড় নবান্নের

বিয়ে ও অন্যান্য পারিবারিক অনুষ্ঠান সর্বোচ্চ 50 জন অতিথিকে নিয়ে করা যেতে পারে ৷ নতুন নির্দেশিকা জারি করল নবান্ন ৷

marriage ceremony in West Bengal
ছবি

By

Published : May 1, 2021, 7:04 PM IST

কলকাতা, 1 মে : শুক্রবার আংশিক লকডাউন ঘোষণার পর শনিবার সেই বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করল রাজ্য সরকার । আজ বিকেলে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, গতকাল সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং বিনোদনমূলক সমস্ত অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । এদিনের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করে বিয়ে ও অন্যান্য পারিবারিক অনুষ্ঠানে 50 জন অতিথিকে নিয়ে করার ছাড়পত্র দেয়া হয়েছে ।

এ-ক্ষেত্রে প্রত্যেক আমন্ত্রিতদের কঠোরভাবে করোনা বিধি মানতে হবে । আজকের বিজ্ঞপ্তিতে নবান্নের তরফে স্পষ্টভাবে তা বলা হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শপিংমল বন্ধ থাকলেও, রিটেল শপ, স্ট্যান্ড অ্যালোন শপ একইভাবে 7 টা থেকে 10 টা এবং 3 টে থেকে 5 টা পর্যন্ত খোলা থাকবে ।

বিয়ে ও অন্যান্য পারিবারিক অনুষ্ঠান 50 জন অতিথিকে নিয়ে করা যাবে, নয়া নির্দেশিকা নবান্নের

আরও পড়ুন : করোনা মোকাবিলায় নবান্নে 24 ঘণ্টার কন্ট্রোল রুম

একইসঙ্গে জানানো হয়েছে, হেলথকেয়ার, ইলেকট্রিকের দোকান, টেলিফোনের দোকান, ট্রান্সপোর্ট এর বিভিন্ন দোকান, মিষ্টি এবং দুধের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details