পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bars : দুই সপ্তাহের মধ্যে রাজ্যের সব পানশালাতে সিসিটিভি বাধ্যতামূলক, নির্দেশিকা আবগারি দফতরের - পশ্চিমবঙ্গ আবগারি দফতরের নির্দেশিকা

বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছে, করোনাবিধি ভঙ্গ করে পানশালাগুলোতে সময়ের বাইর চলেছে ঢালাও মদ্যপান । এসব রুখতেই এবার আফগারি দফতরের তরফে নতুন পদক্ষেপ করা হয়েছে । সব পানাশালাগুলিতে সিসিটিভি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।

পানশালাতে সিসিটিভি বাধ্যতামূলক
পানশালাতে সিসিটিভি বাধ্যতামূলক

By

Published : Aug 21, 2021, 11:05 AM IST

Updated : Aug 21, 2021, 1:48 PM IST

কলকাতা, 21 অগস্ট : আগামী দুই সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত পানশালাতে বাধ্যতামূলকভাবে বসাতে হবে সিসিটিভি । এমনই নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ আবগারি দফতর । সূত্র অনুযায়ী, সেই সমস্ত সিসিটিভিতে ভিডিয়ো রেকর্ডিংয়ের পাশাপাশি যাতে অডিয়ো রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকে, সেই ব্যাপারেও পরিষ্কারভাবে পানশালা মালিকদের নির্দেশ দিল রাজ্যের আবগারি দফতর।

আবগারি দফতরের এক আধিকারিক জানান, পুলিশের কাছে খবর আছে, কিছু পানশালা এবং নাইটক্লাবে মাদক সেবন এবং অন্যান্য অনৈতিক কাজ চলে । এই সব কার্যকলাপ রুখতেই আবগারি দফতরের নতুন পদক্ষেপ করেছে এবং নির্দেশিকা জারি করেছে । তিনি আরও জানান, এতদিন ধরে যে সব পানশালাগুলিতে সিসিটিভি বসানো ছিল, সেগুলিতে শুধুমাত্র ভিডিয়ো রেকর্ডিং করা যেত । কিন্তু নতুন নির্দেশ অনুযায়ী ভিডিয়ো রেকর্ডিংয়ের পাশাপাশি নতুন করে বসানো সিসিটিভিতে অডিয়ো রেকর্ডিংয়ের ব্যবস্থাও করতে হবে পানশালা কর্তৃপক্ষকে । এবং সেই ভিডিয়ো এবং অডিয়ো রেকর্ডিং যাতে পরিষ্কারভাবে শোনা বা দেখা যায়, তাও নিশ্চিত করতে হবে তাদের ।

এছাড়াও নির্দেশিকাতে বলা হয়েছে, এই সিসিটিভির সেন্ট্রাল এক্সেস সিস্টেম যাতে আবগারি দফতরের অফিসাররদের হাতে থাকে, এটাও নিশ্চিত করতে হবে । যাতে দফতরের অফিসাররা কন্ট্রোল রুম থেকেই পানশালাগুলোতে সমস্ত কার্যকলাপ মনিটর করতে পারে ।

আরও পড়ুন, Lalbazar : নাইট ক্লাব ও হুক্কাবারে যুবসমাজের দেদার মাদক সেবনে চিন্তায় লালবাজার

বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছে, করোনাবিধি ভঙ্গ করে পানশালাগুলোতে সময়ের বাইর চলেছে ঢালাও মদ্যপান । নিয়ম ভেঙে চলছে দেদার ডিজে মিউজিক এবং নৈশ পার্টি । এর মধ্যে কলকাতার দুটি অভিজাত পাঁচতারা হোটেলও আছে । শাস্তি হিসাবে এই দুই হোটেলের কর্তৃপক্ষকে তাদের সমস্ত বার 60 দিনের জন্য বন্ধ রাখতে বলেছে আবগারি দফতর ।

Last Updated : Aug 21, 2021, 1:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details