পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কত শতাংশ পড়ুয়ার কাছে স্মার্ট ডিভাইস? জানতে চাইল শিক্ষা দপ্তর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ডিজিটাল বিভাজন কমিয়ে প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছানোর বিষয়ে বারবার জোর দিয়েছিলেন। এই অবস্থায় স্কুলগুলো যদি কত জন পড়ুয়ার কাছে ডিজিটাল ডিভাইস আছে তার সঠিক শতাংশের দেয় তাহয়ে সুবিধা হবে । আমরা যদি সঠিক তথ্য পাই তবে সেই অনুযায়ী কৌশল তৈরি করতে এবং বিদ্যালয়গুলোকে তা অনুসরণ করার পরামর্শ দেওয়া যাবে ।

PARTHA
PARTHA

By

Published : Aug 20, 2020, 5:24 AM IST

কলকাতা, 20 অগাস্ট: পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা বিভাগের অধীনে থাকা বিদ্যালয়গুলোতে কত শতাংশ পড়ুয়ার ডিজিটাল জিভাইস রয়েছে ? এই সম্পর্কে রাজ্য পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কাছে তথ্য জানতে চাইল শিক্ষা দপ্তর । সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটি চিঠিতে শিক্ষা দপ্তর স্মার্টফোন, ট্যাবলেট বা ল্যাপটপ আছে এমন পড়ুয়াদের সংখ্যা বা শতাংশ জানানোর নির্দেশ দিয়েছে ।

চিঠিতে বলা হয়েছে " ডিজিটাল ডিভাইস (স্মার্টফোন / কম্পিউটার / ল্যাপটপ) থাকা পড়ুয়াদের সংখ্যা বা শতাংশ দ্রুত দপ্তরে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে । দ্রুত এই বিষয়ে বিস্তারিত তথ্য পাঠান।"

যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্য বলেছেন, "আমাদের বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে 70 শতাংশ থেকে শতাংশের কাছে স্মার্টফোন রয়েছে এবং আমরা কিছুদিন আগে শিক্ষা দপ্তরে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিয়েছি। বাকি ২০-৩০ শতাংশ শিক্ষার্থীর জন্য তাঁর স্কুল ক্লাসের অডিও ক্লিপ প্রস্তুত করা সহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে , এই অডিয়ো ক্লিপ বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান হয়। যাদের স্মার্ট ফোন নেই তাঁরা যেকারও স্মার্ট ফোন থেকেএই অডিয়ো শুনে নোট করে নিতে পারে । "

" স্মার্ট ফোন না থাকা পড়ুয়াদের জন্য আমরা বিদ্যালয়ের স্মার্ট ডিভাইস ব্যববহারের ব্যবস্থা করা যায় কী না তারও পরিকল্পনা করছি । এছাড়াও সামাজিক দূরত্ব মেনে পড়ুয়াদের ছোট ছোট দলে ভাগ করে পঠন পাঠনের ব্যবস্থা করা যায় কী না তা নিয়েও ভাবনা চিন্তা করছি । আমরা ও অন্যান্য প্রতিষ্ঠানগুলি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকার জন্য অপেক্ষা করছি।"

শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন ," কলকাতায় সরকার পরিচালিত বিদ্যালয়ের 70-90 শতাংশ পড়ুয়ার কাছে স্মার্টফোন বা ট্যাবলেট রয়েছে । এই বিষয়ে কমপক্ষে 20 টি বিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এটা জানা গেছে । "

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ডিজিটাল বিভাজন কমিয়ে প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছানোর বিষয়ে বারবার জোর দিয়েছিলেন। এই অবস্থায় স্কুলগুলো যদি কত জন পড়ুয়ার কাছে ডিজিটাল ডিভাইস আছে তার সঠিক শতাংশের দেয় তাহয়ে সুবিধা হবে । আমরা যদি সঠিক তথ্য পাই তবে সেই অনুযায়ী কৌশল তৈরি করতে এবং বিদ্যালয়গুলোকে তা অনুসরণ করার পরামর্শ দেওয়া যাবে । সব বিদ্যালয় রিপোর্ট দেওয়ার পর তা পর্যালোচনা করা হবে । তার পরে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details