কলকাতা, 7 এপ্রিল:বঙ্গের গরমের চরিত্র বদল। গুমোট গরম নয়, বরং দেশের রুক্ষ অঞ্চলে যে শুষ্ক গরম প্রচলিত ছিল এবার তার প্রভাব গত কয়েক বছর ধরে পড়ছে এ রাজ্যেও। আর ঠিক এই কারণেই হিটস্ট্রোকের আশঙ্কা বাড়ছে। ইতিমধ্য়েই এ বিষয়ে রাজ্যের মানুষকে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া জরুরি বলে জানিয়েছে তারা।
অস্বস্তিসূচক সেভাবে ধাক্কা না দিলেও বাইরে চড়া রোদে কাজ করার ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন থাকতে বলেছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় আধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। হাওয়া অফিস জানিয়েছে, চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। 10 থেকে 15 এপ্রিল পর্যন্ত প্রবলভাবে এই তাপপ্রবাহের সম্ভাবনা আছে। আগামী 10 দিন দক্ষিণবঙ্গের পশ্চিম উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা। তাপমাত্রার ওঠানামা স্বাভাবিক ঘটনা। কিন্তু টানা এতটা সময় জুড়ে পারদ চড়ে থাকার জেরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি করবে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।
গরম ইতিমধ্যে বাড়ছে। নতুন সপ্তাহের শুরু থেকে গরম ফের তার অবস্থানের বদল করবে বলেই মনে করছে আলিপুর হাওয়া অফিস । আগামী রবিবার পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে শনিবার পর্যন্ত বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, 6 থেকে 7 জেলায় স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তার বেশিও থাকতে পারে তাপমাত্রা ৷ অথচ কয়েকদিন আগেও ঝড়বৃষ্টির হাত ধরে স্বাভাবিক তাপমাত্রা আট ডিগ্রির নিচে ছিল। দ্রুত বদলেছে আবহাওয়ার পরিস্থিতি ৷ তবে এর মাঝে ভাড়ি বৃষ্টির কোনও সম্ভবনা নেই ৷ ছিঁটেফোটা বৃষ্টি হলেও হতে পারে। তবে তার সম্ভাবনাও কম।