পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Weather Update: হাওয়া গরম ! পয়লা বৈশাখ কাটবে অস্বস্তি নিয়েই, পূর্বাভাস হাওয়া অফিসের - পয়লা বৈশাখ কাটবে অস্বস্তি নিয়েই

শুষ্ক গরমে পাহাড় থেকে সমতলে দাবদাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস ৷ নতুন সপ্তাহের শুরুতেই বাড়ছে গরম ৷ বৃষ্টিপাতের আপাতত কোনও সম্ভবনা নেই ৷

Etv Bharat
শুষ্ক গরমে পুড়বে পাহাড় থেকে সমতল

By

Published : Apr 7, 2023, 8:19 AM IST

কলকাতা, 7 এপ্রিল:বঙ্গের গরমের চরিত্র বদল। গুমোট গরম নয়, বরং দেশের রুক্ষ অঞ্চলে যে শুষ্ক গরম প্রচলিত ছিল এবার তার প্রভাব গত কয়েক বছর ধরে পড়ছে এ রাজ্যেও। আর ঠিক এই কারণেই হিটস্ট্রোকের আশঙ্কা বাড়ছে। ইতিমধ্য়েই এ বিষয়ে রাজ্যের মানুষকে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া জরুরি বলে জানিয়েছে তারা।

অস্বস্তিসূচক সেভাবে ধাক্কা না দিলেও বাইরে চড়া রোদে কাজ করার ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন থাকতে বলেছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় আধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। হাওয়া অফিস জানিয়েছে, চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। 10 থেকে 15 এপ্রিল পর্যন্ত প্রবলভাবে এই তাপপ্রবাহের সম্ভাবনা আছে। আগামী 10 দিন দক্ষিণবঙ্গের পশ্চিম উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা। তাপমাত্রার ওঠানামা স্বাভাবিক ঘটনা। কিন্তু টানা এতটা সময় জুড়ে পারদ চড়ে থাকার জেরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি করবে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

গরম ইতিমধ্যে বাড়ছে। নতুন সপ্তাহের শুরু থেকে গরম ফের তার অবস্থানের বদল করবে বলেই মনে করছে আলিপুর হাওয়া অফিস । আগামী রবিবার পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে শনিবার পর্যন্ত বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, 6 থেকে 7 জেলায় স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তার বেশিও থাকতে পারে তাপমাত্রা ৷ অথচ কয়েকদিন আগেও ঝড়বৃষ্টির হাত ধরে স্বাভাবিক তাপমাত্রা আট ডিগ্রির নিচে ছিল। দ্রুত বদলেছে আবহাওয়ার পরিস্থিতি ৷ তবে এর মাঝে ভাড়ি বৃষ্টির কোনও সম্ভবনা নেই ৷ ছিঁটেফোটা বৃষ্টি হলেও হতে পারে। তবে তার সম্ভাবনাও কম।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আর্দ্রতাজনিত পরিস্থিতি তৈরি হওয়ার ইঙ্গিত আপাতত নেই। তা হলে বৃষ্টি হত। চৈত্রের শুরুতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টিতে মনে হয়েছিল গরম বোধহয় রাশছাড়া হবে না। কিন্তু গত কয়েকদিনে গরম বাড়তে শুরু করেছে। চলতি বছরে দাবদাহের শঙ্কা রয়েছে বলেই আগেই অনুমান করেছিলেন আবহাওয়াবিদরা। মৌসম ভবন আগেই উষ্ণতম গ্রীষ্মের কথা বলেছিল। এখন সেই শঙ্কাই বাস্তব হতে চলেছে। এপ্রিলে এইভাবে পারদ চড়তে থাকলে আগামী দুমাসে পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা বেশি। বৃহস্পতিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। সল্টলেক ও বিধাননগরে ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: দুষ্প্রাপ্য বম্বে গ্রুপের রক্ত মিলল বোলপুরের মহিলার দেহে

কলকাতা এবং আশপাশের অঞ্চলে পারদের এতটা ওঠাপড়ায় দিনভর গরমে ভুগেছে জনসাধারণ। ঘরে বাইরে সকলেই বারবার জল খেয়েও স্বস্তি পাননি অনেকেই। পাখার তলায় দাঁড়িয়েও আরাম মেলেনি। বাঁকুড়াতে তাপমাত্রার পারদ চড়েছে 38.2 ডিগ্রি সেলসিয়াসে। আসানসোলে 36.5 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তরবঙ্গের মালদাতে 37 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 37 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশপাশে থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, 15 এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের দু-একটি জেলায় খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে বৃষ্টির সম্ভবনা আছে। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। সব মিলিয়ে পাহাড় থেকে সমতল গরমে পুড়বে বাংলা।

ABOUT THE AUTHOR

...view details