পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DGP Manoj Malaviya: বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে, জানালেন ডিজিপি মনোজ মালব্য - রাজ্যপাল সিভি আনন্দ বোস

মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দফতর ভবানীভবনে এক সাংবাদিক বৈঠক করেন ডিজি মনোজ মালব্য ৷ সেখানে তিনি দাবি করেন, বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে ৷

DGP Manoj Malaviya
DGP Manoj Malaviya

By

Published : Jul 4, 2023, 2:21 PM IST

Updated : Jul 4, 2023, 5:41 PM IST

ভবানীভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের মহানির্দেশ মনোজ মালব্য

কলকাতা, 4 জুলাই: রাজ্যে শান্তি ফেরাতে 48 ঘটনার সময়সীমা বেঁধে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই সময়সীমা বেঁধে দেওয়ার 24 ঘণ্টা পার হওয়ার আগেই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েদিলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যথেষ্ট ভালো ৷ দু-একটা বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যে সার্বিক পরিস্থিতি আয়ত্তের মধ্য়েই রয়েছে ।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর ভবানীভবনে সাংবাদিক বৈঠক করেন মনোজ মালব্য ৷ সেখানেই রাজ্য পুলিশের মহানির্দেশক এই বক্তব্য তুলে ধরেন ৷ তিনি বলেন, ‘‘আমাদের কাছে একদম উপরমহল থেকে স্পষ্ট নির্দেশ রয়েছে যে কোনও এলাকায় কোনও গন্ডগোলের খবর সামনে আসলে কড়া হাতে তা দমন করতে হবে এবং অভিযুক্ত প্রত্যেককে নিজেদের হেফাজতে নিতে হবে । আমরা এই গাইডলাইন মেনে চলছি । ফলে দেখছি যে বিক্ষিপ্ত কয়েকটি অশান্তি ছাড়া রাজ্যের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে ।’’ তাঁর আরও দাবি, যেখানেই গন্ডগোলের আভাস পাওয়া গিয়েছে সেখানে রাজ্য পুলিশ দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়েছে ।

আরও পড়ুন:রাজ্যপাল ফিরতেই বাসন্তীতে গুলি, ফের জখম তৃণমূল কর্মী; অভিযুক্ত বিজেপি

এখানে উল্লেখ করা প্রয়োজন, 19 দিনে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে 11 জনের প্রাণ গিয়েছে । এছাড়াও পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারবার খবরের শিরোনামে উঠে আসছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়, ক্যানিং-সহ একাধিক এলাকা । প্রায় প্রতিদিনই প্রাণহানি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক গন্ডগোলের খবর উঠে আসছে সংবাদ শিরোনামে । অভিযোগ, এর জেরে বিরোধী থেকে শুরু করে ভোট কর্মীরা পর্যন্ত ভীত ও সন্ত্রস্ত হয়ে রয়েছেন ।

ভবানীভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের মহানির্দেশ মনোজ মালব্য

এই পরিস্থিতি রাজ্য়ের বিভিন্ন জায়গায় ঘুরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সোমবার তিনি গিয়েছিলেন দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে ৷ সেখানে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন ৷ তার পর রাজ্যে শান্তি ফেরানো নিয়ে কড়াবার্তা দেন রাজ্যপাল ৷ অশান্তি কমাতে পুলিশ ও প্রশাসনকে 48 ঘণ্টার সময়সীমাও দিয়েছিলেন রাজ্যপাল ৷ সেই সময়সীমা বুধবার শেষ হওয়ার কথা ৷ তার আগেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি ৷

প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্যপালের অভিযোগের জবাব দিলেন পুলিশের ডিজি ? রাজ্যপাল আইনশৃঙ্খলা নিয়ে যে কথা বলছেন, এই বক্তব্যের মাধ্যমে কি পুলিশ-প্রশাসনের তরফে সবটা উড়িয়ে দেওয়া হল ?

আরও পড়ুন:সমান্তরাল প্রশাসন চালিয়ে ভোট নিয়ন্ত্রণের চেষ্টা, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

Last Updated : Jul 4, 2023, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details