কলকাতা, 11 এপ্রিল: মঙ্গলবার আচমকাই রাজভবনে গেলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । এদিন সকাল 11টা নাগাদ আচমকাই রাজভবনে যান মুখ্যসচিব । এদিন সকাল 10টা নাগাদ নবান্নে আসেন তিনি এবং সেখান থেকে সরাসরি পৌঁছে যান রাজভবনে । সূত্রের খবর, রাজ্যপালের জরুরি তলবেই রাজভবনে গিয়েছিলেন মুখ্যসচিব ।
হুগলির রিষড়া ও হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনার পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই নিয়ে সরাসরি মুখ্যসচিবের রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল । প্রশাসন সূত্রে খবর, এ দিন রাজভবনে গিয়ে সেই রিপোর্ট রাজ্যপালের হাতে তুলে দিয়ে এসেছেন মুখ্যসচিব ।
প্রসঙ্গত, গতকাল সোমবারই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রাজভবনে গিয়ে এই দুই ঘটনা নিয়ে একটি রিপোর্ট রাজ্যপালের কাছে জমা দেন । তার পরদিনই রাজ্যের তরফে রিপোর্ট দেওয়া হল রাজ্যপালের কাছে ৷ সূত্রের খবর, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের বিষয় নিয়েও মুখ্যসচিবের সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে । এক ঘণ্টার বেশি সময় দু’জনের মধ্যে বৈঠক হয় । তবে বৈঠকে আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে রাজ্যপাল ও মুখ্যসচিবের মধ্যে সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ৷