পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সৌমিত্রের শ্রাদ্ধানুষ্ঠানে সূর্য-বিমান-সেলিম - প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম

গৌড়ীয় মঠের আজ দুপুরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ সম্পন্ন হয়। সৌমিত্রবাবুর কাজ কিভাবে আর্কাইভ করা যায় তা নিয়ে আলোচনা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Soumitra Chatterjee
Soumitra Chatterjee

By

Published : Nov 24, 2020, 10:00 PM IST

কলকাতা, 24 নভেম্বর : সদ্যপ্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়৷ আজ ছিল শ্রাদ্ধানুষ্ঠান৷ এদিন সন্ধ্যায় প্রয়াত অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন CPI(M) নেতৃত্ব‌। বিকেলে শ্রদ্ধানুষ্ঠানে যোগ দেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম।

এদিন সৌমিত্র চট্টোপাধ্যায় স্ত্রী দীপা চট্টোপাধ্যায়, পুত্র সৌগত চট্টোপাধ্যায় এবং কন্যা পৌলোমী বসুর সঙ্গে বার্তালাপ করেন CPI(M) নেতৃত্বরা৷ পাশাপাশি, সৌমিত্রবাবুর কাজ কিভাবে আর্কাইভ করা যায় তা নিয়ে আলোচনা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রয়োজনে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। গৌড়ীয় মঠের আজ দুপুরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ সম্পন্ন হয়। কোরোনা পরিস্থিতির নিয়ম মেনেই শ্রাদ্ধের কাজ সম্পন্ন হয়।

15 নভেম্বর প্রয়াত হন সৌমিত্র চট্টোপাধ্যায় । দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । বয়স হয়েছিল 85 । তাঁর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন দুপুর দু'টো নাগাদ তাঁর দেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয় । পরে টেকনিশিয়ান স্টুডিয়োতে দেহ শায়িত রাখা হয় । সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে । সাড়ে পাঁচটার সময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা শ্মশানে। সন্ধ্যায় গান স্যালুটে বিদায় জানানো হয়।

ABOUT THE AUTHOR

...view details