কলকাতা, 7 ফেব্রুয়ারি : রাজ্যে আরও কমল দৈনিক সংক্রমণ ৷ একদিনে আক্রান্ত হয়েছেন 193 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 197 ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 71 হাজার 371 ৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 289 জন ৷ সেই সংখ্যাটি বেড়ে হল 5 লাখ 56 হাজার 370 ৷
গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 5 জনের ৷ গতকাল সেই সংখ্যা ছিল 1৷ অন্যদিকে, গতকাল পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে 81 লাখ 28 হাজার 350 ৷ আজ সেই সংখ্যা বেড়ে হল 81 লাখ 50 হাজার 715 ৷