কলকাতা, 26 অক্টোবর:জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন রাজভবন এবং নবান্নের সংঘাত ঠিক কতটা তীব্র হয়েছিল তা সকলেরই জানা । নতুন রাজ্যপালের হাত ধরে সেই সংঘাত এখন ইতিহাস। বরং অস্থায়ী রাজ্যপাল লা গনেশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বেশ ভালো বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ। প্রকাশ্যে কেউ কারও বিরোধিতাও করেননি এখনও পর্যন্ত ।
দু'জনের সম্পর্ক ঠিক কতটা গভীর তারই প্রমাণ মিলল অন্য একটি ঘটনায়। কালীপুজোর রাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী হয়েও মমতা এত ছোট বাড়িতে থাকেন দেখে খানিকটা অবাকই হয়েছিলেন রাজ্যপাল। নিজের সেই বিস্ময় চেপে রাখতে পারেননি । মুখ ফুটে বলেও ফেলেছিলেন সে কথা। এবার তিনি চেন্নাইতে রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ করলেন মুখ্যমন্ত্রীকে। যতদূর খবর পাওয়া যাচ্ছে, ওই অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাই যাবেন মুখ্যমন্ত্রী (West Bengal CM is set to travel Chennai this November)।