কলকাতা, 29 এপ্রিল : মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের বৈঠকে রাজ্যের অবস্থান স্পষ্ট করল পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর । গতকাল সব রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করে মানবসম্পদ উন্নয়নমন্ত্রক । সেই বৈঠকে শিক্ষা নিয়ে অবস্থান স্পষ্ট করে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর । বৈঠকে স্কুল শিক্ষার বিষয়ে আলোচনা হয়েছে । বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার বিষয়ে কোনও আলোচনা হয়নি । কোরোনা আবহে স্কুল শিক্ষা নিয়ে রাজ্য কোন পরিস্থিতিতে রয়েছে তা স্পষ্ট করা হয়েছে গতকালের বৈঠকে । মি-ডে মিল, সমগ্র শিক্ষা মিশন, শিক্ষাবর্ষ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ডঃ রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ও মন্ত্রকের অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে রাজ্যের তরফ থেকে শিক্ষা দপ্তরের তিন আধিকারিক উপস্থিত ছিলেন । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, বৈঠকে MHRD মন্ত্রী ও আধিকারিকরা রাজ্যগুলির বক্তব্য শুনেছেন । তবে, তাঁরা কোনও মন্তব্য করেননি ।
বৈঠক প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "প্রত্যেকটি রাজ্যের অবস্থান, মূলত বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে তারা কী করছে, সমগ্র শিক্ষা মিশন, মিড-ডে মিল ও শিক্ষাবর্ষের ক্যালেন্ডার নিয়ে আলোচনা হয়েছে । আমাদের বিদ্যালয় শিক্ষায় কোনও অসুবিধা নেই । তার কারণ, আমাদের শিক্ষাবর্ষ হয় জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা জানিয়েছি, প্রি-প্রাইমারি থেকে ক্লাস এইট পর্যন্ত কাউকে ডিটেনশন করা যাবে না । তাদেরকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করে দিতে বলা হয়েছে । ক্লাস ইলেভেনের পড়ুয়াদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছি । ক্লাস নাইন থেকে টেনের পরীক্ষার বিষয়ে আলাপ-আলোচনা চলছে । পরবর্তী সময়ে এই ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা জানানো হবে ।"