কলকাতা, 4 নভেম্বর : ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজ়িকিউটিভ etc. পরীক্ষা (WBCS) 2020-র বিজ্ঞপ্তি জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন (PSC) । শনিবার জারি করা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর অর্থাৎ, 2020 সালের 9 ফেব্রুয়ারি হতে চলেছে WBCS 2020-র প্রিলিমিনারি পরীক্ষা । আগামীকাল থেকে শুরু হচ্ছে WBCS 2020-র জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া । 25 নভেম্বর রাত 12টা পর্যন্ত চলবে এই আবেদন গ্রহণ প্রক্রিয়া ।
ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং অন্যান্য সার্ভিস এবং পদের জন্য প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজ়িকিউটিভ etc. পরীক্ষা নেয় পাবলিক সার্ভিস কমিশন । শনিবার জারি করা WBCS 2020-র সম্পূর্ণ বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ-এ-তে মোট ছয় ধরনের সার্ভিস, গ্রুপ-বি-তে এক ধরনের সার্ভিস, গ্রুপ-সি-তে 9 ধরনের সার্ভিস ও গ্রুপ-ডি-তে তিন ধরনের সার্ভিসের জন্য এই পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন । বিভিন্ন পদের শূন্যপদ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।