পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WBCS প্রিলিমিনারির দিন ঘোষণা, কাল শুরু আবেদন গ্রহণ - ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 5 নভেম্বর (আগামীকাল) থেকে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে । 210 টাকা আবেদন ফি । যদিও SC/ST, PwD (পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটি) আবেদনকারীদের এই ফি জমা করতে হবে না । আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে ।

WBCS

By

Published : Nov 4, 2019, 9:21 PM IST

কলকাতা, 4 নভেম্বর : ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজ়িকিউটিভ etc. পরীক্ষা (WBCS) 2020-র বিজ্ঞপ্তি জারি করেছে পাবলিক সার্ভিস কমিশন (PSC) । শনিবার জারি করা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী বছর অর্থাৎ, 2020 সালের 9 ফেব্রুয়ারি হতে চলেছে WBCS 2020-র প্রিলিমিনারি পরীক্ষা । আগামীকাল থেকে শুরু হচ্ছে WBCS 2020-র জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া । 25 নভেম্বর রাত 12টা পর্যন্ত চলবে এই আবেদন গ্রহণ প্রক্রিয়া ।

ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এবং অন্যান্য সার্ভিস এবং পদের জন্য প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এগজ়িকিউটিভ etc. পরীক্ষা নেয় পাবলিক সার্ভিস কমিশন । শনিবার জারি করা WBCS 2020-র সম্পূর্ণ বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ-এ-তে মোট ছয় ধরনের সার্ভিস, গ্রুপ-বি-তে এক ধরনের সার্ভিস, গ্রুপ-সি-তে 9 ধরনের সার্ভিস ও গ্রুপ-ডি-তে তিন ধরনের সার্ভিসের জন্য এই পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন । বিভিন্ন পদের শূন্যপদ পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে ।

PSC চেয়ারম্যান দেবাশিস বোস আগেই জানিয়েছিলেন, 5 নভেম্বর থেকে শুরু হবে আবেদন গ্রহণ প্রক্রিয়া । বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, 5 নভেম্বর (আগামীকাল) থেকে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে । 210 টাকা আবেদন ফি । যদিও SC/ST, PwD (পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটি) আবেদনকারীদের এই ফি জমা করতে হবে না । আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে । এই অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে 25 নভেম্বর রাত 12টা পর্যন্ত । ওইদিন রাত 12টা পর্যন্ত অনলাইনে ফি সাবমিশন করা যাবে । অফলাইনে ফি সাবমিশনের শেষ তারিখ 26 নভেম্বর । যদিও তার জন্য 25 নভেম্বরের মধ্যে চালান জেনারেট করে নিতে হবে আবেদনকারীদের ।

প্রতিটি গ্রুপের প্রতিটি সার্ভিসের বেতন কাঠামো, সংরক্ষণ নীতি, যোগ্যতা, বয়স, বয়সসীমায় ছাড় সহ পরীক্ষা সংক্রান্ত সব নিয়ম ও তথ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে । দেওয়া হয়েছে পরীক্ষার পাঠ্যক্রমও ।

ABOUT THE AUTHOR

...view details