কলকাতা, 15 ডিসেম্বর : বেআইনিভাবে গাঁজা এবং আফিম চাষ (Illegal Cultivation of Cannabis and Poppy Seeds) বন্ধ করতে তৎপর রাজ্যের গোয়েন্দা বিভাগ সিআইডি ৷ তাই এ বার বেআইনি গাঁজা ও আফিম চাষ বন্ধ করতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে রাজ্য গোয়েন্দা সংস্থা ৷ বিশেষ করে আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্যগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে সিআইডি ৷ এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশের এক আধিকারিক ৷
ড্রোন ব্যবহার করে এই নজরদারির মাধ্যমে পশ্চিমবঙ্গে মাদক চাষ বন্ধ করতে চাইছে প্রশাসন (CID Using Drone surveillance) ৷ আর এর জন্য সিআইডি’র তরফে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক ৷ গাঁজা এবং আফিমের বেআইনি চাষ বন্ধ করার পিছনে মূল কারণ, সম্প্রতি কোচবিহারে পোস্ত খেতে বেআইনিভাবে আফিম চাষের সন্ধান পায় পুলিশ ৷ মূল পোস্তর বীজ থেকেই আফিম তৈরি করা ৷ কিন্তু যেহেতু পোস্ত রান্নার উপাদান হিসেবে ব্যবহার হয় তাই এর উপর বেশি করে নজরদারি প্রয়োজন বলে মনে করছে গোয়েন্দা বিভাগ ৷