পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dengue: উৎসবের মরশুমের আগে ডেঙ্গি মোকাবিলায় বৈঠকে মুখ্যসচিব - ডেঙ্গি মোকাবিলা

Chief Secretary Conduct Several Meetings to Tackle Dengue: ডেঙ্গি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে বাংলায় ৷ সেই কারণে সোমবার ডেঙ্গি মোকাবিলায় দফায় দফায় বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী ৷ সূত্রের খবর, এ দিনই ডেঙ্গি মোকাবিলায় বিশেষ কিছু নির্দেশিকা জারি করতে পারে নবান্ন ৷

Dengue
Dengue

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 3:19 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব । উৎসবের মরশুমের আগে ডেঙ্গির বাড়বাড়ন্ত যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে নবান্ন । বিদেশ সফর থেকে ফেরার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীকে বিষয়টিকে অগ্রাধিকারের ভিত্তিতে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন । মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পরেই সোমবার সকাল থেকে দফাই দফায় বৈঠক করেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব ।

মুখ্যমন্ত্রী বিদেশ সফরে থাকাকালীন তাঁর নির্দেশ মতোই ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা । কিন্তু তারপরেও রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে । বিভিন্ন মহল থেকে এই ডেঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে । এই অবস্থায় এ দিন সকালে 11টা নাগাদ গুরুত্বপূর্ণ চার জেলাকে নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব । ডেঙ্গি পরিস্থিতি এই মুহূর্তে সবচেয়ে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে চার জেলার জন্য, এ দিন সকালেই নবান্নে এই চার জেলার জেলাশাসককে ডেকে নেন মুখ্যসচিব ।

প্রশাসন সূত্রে খবর, দুই 24 পরগনা, হুগলি ও হাওড়ার ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনায় বেশ কিছু জায়গাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে । মূলত, এই জায়গাগুলিতে ডেঙ্গি নিয়ন্ত্রণে কী করণীয়, তা পর্যালোচনা করতেই এই বৈঠক । সকালের এই বৈঠকে চার জেলার জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমও । এই মশা বাহিত রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যার বিষয়গুলি তাঁদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে ৷

এ দিন বেলা 12টা থেকে আরও একটি বৈঠকে যোগ দেন মুখ্যসচিব এবং স্বাস্থ্যসচিব । এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত রয়েছেন সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেরা । এই বৈঠকেরও আলোচনার বিষয় অবশ্যই ডেঙ্গি । দিনভর বৈঠকের পর বিকেলের দিকে ডেঙ্গি নিয়ে একটা নির্দেশিকা জারি করা হতে পারে নবান্নের তরফ থেকে, প্রশাসন সূত্রে খবর । সেখানে ডেঙ্গি প্রবণ জেলাগুলিকে নির্দিষ্ট গাইডলাইনও দিতে পারে নবান্ন ।

প্রশাসন সূত্রে খবর, এই মুহূর্তে সবথেকে ডেঙ্গিতে খারাপ অবস্থার মধ্যে রয়েছে যে জেলা, তার নাম উত্তর 24 পরগনা । বিশেষ করে এই জেলার কামারহাটি, বরানগর, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বিধাননগরে ডেঙ্গির প্রকোপ অন্যান্যবারের থেকে অনেকটাই বেশি । সেই জায়গা থেকে এই পৌরসভাগুলির আলাদা করে নির্দেশিকা জারি করা হতে পারে বলেও খবর ।

আরও পড়ুন:পুজোর মুখে ডেঙ্গি বাড়ছে বিদ্যুৎ গতিতে, ছুটির দিনও খোলা থাকবে স্বাস্থ্যকেন্দ্র

ABOUT THE AUTHOR

...view details