পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নর্থ ব্লক নয়, আজ নবান্নেই যাবেন আলাপন - west bengal chief secretary

আজ সচিব স্তরে যে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী তাতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়েরও । দুপুর তিনটের যশ নিয়ে বৈঠকে মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ই উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে ।

আলাপন
আলাপন

By

Published : May 31, 2021, 7:18 AM IST

কলকাতা, 31 মে : দিল্লি যাচ্ছেন না মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । নবান্ন সূত্রে এমনটাই জানা যাচ্ছে । সূত্রের খবর, আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও থাকতে পারেন আলাপনবাবু । রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন সূত্রে যেটুকু জানা গিয়েছে, তাতে নবান্নের তরফে দিল্লি যাওয়ার অনুমতি তাঁকে দেওয়া হচ্ছে না ।

সেক্ষেত্রে আগামিকাল সচিব স্তরে যে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী তাতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়েরও । দুপুর তিনটের যশ নিয়ে বৈঠকে মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ই উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে । এমনকি নিজের দফতরের কর্মীদেরও আর পাঁচটা দিনের মতোই আসার কথা জানিয়েছেন আলাপন । গতকাল বিকেলেও নবান্নে গিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ নিজের ঘরে একা বেশ কিছুক্ষণ সময় কাটান ৷ তারপর নবান্ন থেকে বেরিয়ে আসেন ৷

এদিকে নবান্নের তরফে এও জানা যাচ্ছে, যেহেতু এই বিষয়টি নিয়ে আগেই সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে কেন্দ্র । প্রয়োজনে এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য । যদিও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ নিয়ে কেন্দ্রের সঙ্গে এখনও সম্মুখসমরে নামেননি মমতা বন্দ্যোপাধ্যায় । বরং নরেন্দ্র মোদির সরকারের কাছে প্রাথমিক ভাবে ওই নির্দেশ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তিনি । একইসঙ্গে আইনি লড়াইয়ের প্রস্তুতিও সেরে রাখছে রাজ্য ।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব পদে আলাপনের মেয়াদ তিন মাস বাড়িয়েছে রাজ্য সরকার । কেন্দ্রের কাছে সেই মর্মে আবেদন জানানো হয়েছিল । কেন্দ্র সেই আবেদন মেনে 24 মে সম্মতির চিঠিও পাঠিয়েছিল । কিন্তু কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর বৈঠকের পরই পাল্টে যায় গোটা পরিস্থিতি । শুক্রবার রাতেই কেন্দ্রের তরফে চিঠি পাঠিয়ে জানানো হয়, সোমবার সকাল 10 টার মধ্যেই আলাপনকে নর্থ ব্লকের কর্মীবৃন্দ মন্ত্রকে গিয়ে দেখা করতে হবে । কিন্তু নর্থ ব্লক নয়, আলাপন সোমবার নবান্নেই যাচ্ছেন বলে সূত্রের খবর ।

ABOUT THE AUTHOR

...view details