পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake Vaccination Case : বিচ্ছিন্ন ঘটনা, রাজ্য সরকারের সঙ্গে যোগ ওড়ালেন মমতা - ভুয়ো টিকাকরণ ক্যাম্প

মুখ্যমন্ত্রীর মতে, ভুয়ো টিকাকরণের সঙ্গে বিজেপিরও যোগ থাকতে পারে । আজ নবান্নে সাংবাদিক বৈঠক করার সময় স্পষ্টভাবে সেই ইঙ্গিত দিয়ে রাখলেন । প্রশ্ন তুললেন, বিজেপি পরিকল্পনা করে এই ভুয়ো টিকাকরণ করেনি, তার প্রমাণ আছে ?

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 30, 2021, 4:18 PM IST

Updated : Jun 30, 2021, 6:29 PM IST

কলকাতা, 30 জুন : ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব ও তার উদ্যোগে ভুয়ো টিকাকরণ ক্যাম্প নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে । শাসক দলের নেতা-নেত্রীদের সঙ্গে অভিযুক্ত দেবাঞ্জনের ছবি প্রকাশ্যে এসেছে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়ে দিলেন, এই ভুয়ো টিকা কাণ্ডের সঙ্গে রাজ্য সরকারের কোনও যোগ নেই । এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ।

মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে । রাজ্য প্রশাসন খোঁজ খবর নিয়েছে বিষয়টি নিয়ে । ভ্যাকসিনের বদলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে বলেও জানান তিনি । এই অ্যান্টিবায়োটিক দেওয়া হলে শরীরে কোনওরকম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে কি না, তার দিকেও নজর রাখছে রাজ্য সরকার ।

রাজ্য সরকারের সঙ্গে ভুয়ো টিকাকরণের কোনও যোগ নেই, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

একইসঙ্গে ভুয়ো টিকার ইস্যুতে বিজেপিকে আক্রমণ করতেও ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মতে, এর সঙ্গে বিজেপিরও যোগ থাকতে পারে । আজ নবান্নে সাংবাদিক বৈঠক করার সময় স্পষ্টভাবে সেই ইঙ্গিত দিয়ে রাখলেন । প্রশ্ন তুললেন, বিজেপি পরিকল্পনা করে এই ভুয়ো টিকাকরণ করেনি, তার প্রমাণ আছে ? রাজ্যকে বদনাম করার চেষ্টা চলছে বলেও মনে করছেন তিনি ।

আরও পড়ুন : Student Credit Card : দশম শ্রেণি থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা

Last Updated : Jun 30, 2021, 6:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details