কলকাতা, 30 জুন : ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব ও তার উদ্যোগে ভুয়ো টিকাকরণ ক্যাম্প নিয়ে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে । শাসক দলের নেতা-নেত্রীদের সঙ্গে অভিযুক্ত দেবাঞ্জনের ছবি প্রকাশ্যে এসেছে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়ে দিলেন, এই ভুয়ো টিকা কাণ্ডের সঙ্গে রাজ্য সরকারের কোনও যোগ নেই । এটি একটি বিচ্ছিন্ন ঘটনা ।
মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে । রাজ্য প্রশাসন খোঁজ খবর নিয়েছে বিষয়টি নিয়ে । ভ্যাকসিনের বদলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে বলেও জানান তিনি । এই অ্যান্টিবায়োটিক দেওয়া হলে শরীরে কোনওরকম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে কি না, তার দিকেও নজর রাখছে রাজ্য সরকার ।