কলকাতা, 7 সেপ্টেম্বর : প্রতিবছরই দুর্গাপুজোর আগে শহরের পুজো কমিটিগুলিকে একত্রিত করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবছরও দুর্গাপুজোর গাইডলাইন ঠিক করতে পুলিশ প্রশাসন এবং ক্লাবগুলিকে নিয়ে আজ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ৷ তবে উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাওয়ায় আদর্শ আচরণবিধি লঙ্ঘন যাতে না হয় তাই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুজো আয়োজকদের বৈঠকে যেতে বারণ করা হয়েছিল । যদিও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে বিজেপি ৷ এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করেন বিজেপির প্রতিনিধিরা ।
কলকাতা পৌরসভা এলাকায় উপনির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে । চলছে আদর্শ আচরণবিধি । তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 36 হাজার দুর্গাপুজো ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছিল । ওই 36 হাজার ক্লাবের মধ্যে 2,500টি ক্লাব কলকাতা পৌরসভা এলাকার অন্তর্ভুক্ত । এর পাশাপাশি আজকের বৈঠকে রাজ্য সরকারের তরফে ক্লাবগুলিকে পঞ্চাশ হাজার টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয় ৷ এসবের প্রতিবাদ জানিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের মুখোমুখি হন বিজেপি নেতারা ৷