কলকাতা, 29 জানুয়ারি: আগামী 15 ফেব্রুয়ারি বিধানসভায় (West Bengal Budget Session) 2023-24 অর্থবছরের জন্য বাজেট (Bengal Budget 2023-24) পেশ করতে পারে রাজ্য সরকার ৷ রবিবার এ কথা জানালেন অর্থমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya News)৷ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে 8 ফেব্রুয়ারি । চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, "সম্ভবত 15 ফেব্রুয়ারি রাজ্য বাজেট (Chandrima on Bengal Budget) পেশ করা হবে ।"
ব্যবসার পরিবেশের উন্নতি হয়েছে বলে দাবি চন্দ্রিমার: রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশন এবং কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত একটি বাণিজ্য মেলার পরিদর্শনে গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ সেখানেই তিনি বলেন, রাজ্যে ব্যবসার পরিবেশের "প্রত্যাশিতভাবে উন্নতি" হচ্ছে । তিনি সাংবাদিকদের বলেন, "আমরা চাই যে লোকেরা ব্যবসার সুযোগ তৈরিতে সুবিধে পাওয়ার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করুক ৷ যার ফলস্বরূপ আরও বেশি কর্মসংস্থান হবে ৷"
আরও পড়ুন:বাড়ানো হোক বার্ধক্য ভাতা, কেন্দ্রের কাছে দাবি স্বেচ্ছাসেবী সংস্থাগুলির